তৃতীয় বিশ্বের দরিদ্র জননী
মাতৃত্বের একমুখী দায় নিয়ে লালন পালন করে
দেহ নিংড়ানো দুগ্ধে, হিমশীতল রাতে বুকের পাঁজরের উমে
জলপট্টি চেপে সন্তানের সর্দি জ্বরে
প্রার্থনায় রেহালে রাখে কোরান, পড়া পানি
যুক্তির চেয়ে মঙ্গলের বিশ্বাসে নিদ্রাহীন সিথানে
নিতান্ত অপুষ্ট নারী - পরের ঘরে বাস করে অনুগত ভার্যা,
ছাপোষা অফিস কর্মচারীর ঘরে অবিশ্রাম কৃতদাসী
দুই বেলা কষ্টে খেয়ে ঝড় বৃষ্টিতে - প্রসবের নাড়ী বিচ্ছিন্ন হওয়া থেকে
যার শুরু, অপত্যস্নেহে সয়ে যায় ক্রমবর্ধমান গর্ভের জাতকের তিক্তবানী
অবলা সাদা শাড়ীর বয়োবৃদ্ধা, নেমে আসে খড়ম উচ্চতায়
মৃত্যুর অপেক্ষায় তসবী গোনে, প্রতি পুঁতিতে জপে সন্তানের কামনা
ক্ষয়কাশ, বাত, অনিয়মের ফল, পরাধীন তরুণী পুত্রবধুর, সংসারের ভার হয়ে
ঘোলা চোখে আনাগোনা দৌহিত্রের দেখাশোনা - ভারবাহী পশুর শেষদিনরাত্রি
মাটিতে গলে যায় স্তনের ওজন, তৃতীয় বিশ্বের এক উর্বরা তৃণলতা,
মুষ্টিতে আত্মজের দায়, করতলে সেই সদ্যজাতের আঙুলের সিলগালা
(ড্রাফট ১.০)
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৫