তবে আর ভয় কেন প্রিয়া
চলো হাঁটতে শিখি জীবনের পথে, মিলনের উপপাদ্যে
ভোর হবে না ভাবছো?
পান করো একমুঠো বিশ্বাস, ছুয়ে দ্যাখো আমায়--ভয় পাবে?
ডুবে গেলে পঞ্চমীর চাঁদ, এ হাতে সমর্পিত করো জীবন
লৌকিক সুখ, ঘন নিঃশ্বাস!
জেনে রাখো,
আমিই ছুড়ে দেবো তীর হৃদপিণ্ড বরাবর
উষর বুকজুড়ে করে যাবো তীব্র চাষাবাদ
হবো বিনিদ্র চোখ এক, শিথানের জানালায়।
আমি হন্তারকের চোখে আঁকতে পারি জীবন।
মননের অভিন্ন সুর, সেও জানি--আরও চাই?
দু’চোখে রক্তজবা নিয়ে বুকের জমিনে দেবো সবুজ অভ্যর্থনা
এক বরষায় গুচ্ছ কদমে শুভ্র আবেগ।
তবে আর ভয় কেন প্রিয়া
চলো আলো হই, বৃষ্টি হই---জীবন ঘিরে রাঙিয়ে তুলি বৃত্তালপনা!