অভিবাসন শব্দটা আমাদের অনেকের জন্যই প্রিয় একটা শব্দ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেই দেখেছি, এই আকাঙ্ক্ষিত জিনিসটি পেতে মানুষ কত ত্যাগ স্বীকার করেন।
যাই হোক আমার একটা সিরিজ ব্লগ লেখার প্ল্যান আছে যার মূল বিষয় হচ্ছে অভিবাসন। কিন্তু আমি চাই লেখাটা আমার মত না লিখে পাঠকদের ফরমায়েশ অনুযায়ী লিখতে। তাই আগেই আমি জানতে চাই, আপনারা কি আদৌ এই বিষয়টার উপরে লেখা পড়তে চান কি না? যদি না চান, তাহলে কষ্ট করে আর আগাবো না, আর যদি আপনাদের অনুপ্রেরণা পাই, ইনশাল্লাহ আমার অর্জিত সর্বোচ্চ জ্ঞ্যান দিয়ে সিরিজটা লিখে যাব।
আমার লেখা মূলত পেশাজীবী ও ব্যবসায়ীক অভিবাসন এবং সময় সুযোগ পেলে বিদেশে পড়তে যাওয়া এবং এ সংক্রান্ত প্রস্তুতি, ভিসার জন্য আবেদন - এইসব বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমার এই লেখা আরো শানিত হবে যদি আপনারা আপনাদের ব্যক্তিগত অভজ্ঞতা, মতামত ও পরামর্শ দিয়ে লেখাটা আরো বেশী লাইভলি করতে পারেন।
তো এটা হচ্ছে আমার ভূমিকা পর্ব, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন, কারন হয়ত আমার লেখাটা নিয়মিত হবে না, তারপরেও আমি চেষ্টা করে যাব যতটা সম্ভব অনট্র্যাকে থেকে নিয়মিত ভাবে লিখে যেতে। বাদবাকি আল্লাহর ইচ্ছা ও আপনাদের ভালোলাগা-মন্দলাগার উপরে নির্ভর করবে।