মানুষ সব সময় সুন্দরের পিছে ঘুরে।
কিন্তু সেই সুন্দরের মাঝেও লুকিয়ে
থাকতে পারে কঠিন রহস্য....
আবার রহস্যের আড়ালেও লুকিয়ে
থাকতে পারে এক অন্যরকম সৌন্দর্য।
.
আমাদের পাশের বাসাটা আক্কাস
আংকেলের। আক্কাস আংকেলের
এক ছেলে এক মেয়ে। মেয়েটা ঠিক
আমার বয়সের আর ছেলেটার বয়স
হবে পাঁচ বছরের মতো। মেয়েটা
দেখতে কিছুটা কালো ছিল তাই পাড়ার
কোনো ছেলেই তার দিকে তাকাতোনা।
.
প্রতিদিন বিকেলে মেয়েটা তার ছোট
ভাইকে নিয়ে ঘুরতে বের হতো। আর ফিরতো ঠিক সন্ধ্যার আগে..
কিন্তু গত কয়েক সপ্তাহ মেয়েটিকে
আর একবারের জন্যও দেখিনী।
হয়তো কোনো আত্নীয়ের বাড়ি বেড়াতে
গেছে। না তাই বলে আমার কোনো
আপসোস নেই। অন্য সবার
মতো আমিও যে সুন্দরকেই পচন্দ
করতাম।
এভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল।
:
:
হঠ্যাৎ করে আজ,,,
মেঘাচ্ছন্ন দিন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির দিনে ঘুমিয়ে দিন কাটানোর
মাঝে ভিষন মজা। তাই ঘুমানোর
সিন্ধ্যান্ত নিলাম..
ভালোই ঘুমাচ্ছিলাম। কিন্তু হঠ্যাৎই
ফোনটা জোরে শব্দ করে বেজে
উঠলো... ফোনের সেই বিৎঘুটে
শব্দে ঘুমটা বেঙেই গেল। ফোন হাতে
নিয়ে তো মেজাজ আরো বিগড়ে গেল
কারণ ফোন এসেছে 8080
থেকে। অর্থাৎ রবি অফিসিয়াল
নাম্বার।
অনেক চেষ্টা করেও আর ঘুমাতে
পারলাম না। চিন্তা করলাম একটু বাইরে
থেকেই ঘুরে আসি। তাই আমার
বাসার সামনে দাঁড়ালাম। আর
ঠিক তখন আক্কাস আংকেলের
ছোট ছেলের সঙ্গে বেরিয়ে আসলো
এক অপরূপ সুন্দরী..
নাহ এ আক্কাস আংকেলের মেয়ে
নয়। আক্কাস আংকেলের মেয়ে
ছিল কালো। কিন্তু এই মেয়েটি
খুব সুন্দরী। তবে কে এই মেয়ে।
হবে হয়তো আক্কাস আংকেলের
মেয়ের বান্ধবী বা
কোনো আত্মীয়। এক মূহুর্তের
জন্য তার চোখের দিকে তাকালাম।
তার অপূর্ব চোখের মায়াজালে
আমি যেন বন্দি হয়ে গেলাম।
এমন মায়া ভরা চাহনি এর
আগে আমি দেখেছি বলে মনে
হয়না..
ভাবতে ভাবতেই মেয়েটা আমার থেকে
একটু সামনে চলে গেল।
মনের অজান্তে জীবনের প্রথম কোনো
মেয়ের পিছু নিলাম।
পিচডালা রাস্তাটি কেমন যেন নির্জন
মনে হচ্ছে। বার বার মেয়েটি চোখের
মায়া আমার মনকে আরো আকৃষ্ট
করছে এমন সময় হঠ্যাৎই পচন্ড বৃষ্টি
নেমে আসলো..
কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির
স্পর্শে শরির সিক্ত হয়ে গেল।
মেয়েটিও বৃষ্টি হতে রক্ষা পায়নি।
সেও খানিকটা বিজে গেছে।
তবুও শেষ রক্ষার আশায় নিকটস্থ
একটি বন্ধ দোকানের নিচে
আশ্রয় নিল আর অপেক্ষা করতে
থাকলো বৃষ্টি থামার।
মেয়েটিকে কাছ থেকে দেখার
লোভ আর সামলাতে পারলামনা।
কাছ থেকে দেখার আশায় এগিয়ে
যেতেই যা দেখতে পেলাম তাতে প্রথমে
আমার মনটাই খানিকটা খারাপ হয়ে
গেল। মেয়েটার মুখের মেকাপ বৃষ্টির
পানিতে ধুয়ে গেছে..
আসলে ও ই আক্কাস আংকেলের
সেই মেয়ে... সেই কালো মেয়েটি।
কিন্তু পরক্ষণেই আমার মনে হলো
সে কালো নয়। সেও সুন্দরী।
কে বলেছে সে কালো, তার অপূর্ব
সুন্দর চোখ দুটি যে পৃথিবীর সকল
সুন্দর কেও হার মানায়।
এরপর থেকে যে ই তাকে কালো
বলবে তাকে মেরে তার ঠ্যাৎ
ভেঙে দিবো।
সে কালো নয়। সেও সুন্দরী।
আমার ময়দা সুন্দরী...
|
|
end
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯