[ বিদ্রঃ এই লেখাটি যারা বয়সে তরুন তাদের জন্য । ]
একটা কথা মেনে নিতে খুব কষ্ট হয়, আমাদের দেশটা গরিব । এটা ছাড়াও দেশে অনেক সমস্যা । এখানে অনেক মানুষ আছে যারা দুবেলা ঠিকমত খেতে পায়না । আবার অনেক মানুষ বিলাসবহুল জীবন যাপন করে । আমি আপনি আমরা সবাই কিন্তু এই দেশে জন্ম গ্রহন করেছি (কিছু ব্যাতিক্রম থাকতে পারে)। এই দেশটা আমাদের সবার ।
আমি জানি, আমাদের কম বেশি সকলের অভিযোগ আমাদের রাজনৈতিক অবস্থা নিয়ে । অনেক অনিয়ম, পদে পদে দুর্নীতি । ........................ বলে শেষ করা যাবে না ।
কিন্তু দেখেন , আমরা কিন্তু এই দেশেরই সন্তান । এই দেশের আলো বাতাসে বড় হচ্ছি । আমাদের প্রত্যকের ধর্মীয় অনুভূতি আছে । এটা কিন্তু অনেক সেনসিটিভ বিষয় ।
আমি যদি নিজে সৎ থাকি। সেটা নিজের ব্যাপারে হোক, আর কাজের ব্যাপারেই হোক । অন্য কেউ কিছু বললেও আমার কিছু এসে যাবে না।
ধর্ম নিয়ে আগেই বলেছি, এটা অনেক সেনসিটিভ বিষয় । ধর্ম নিয়ে যতই লাফালাফি করুন, নিজের কিন্তু কোন লাভ হবে না । একটা উদাহারন দেই, দুজন লোক একটা অচেনা শহরে গেল । সাথে পরিবার । কোন খাবার নেই । দুজনই একই ধর্মের । সৃষ্টি কর্তায় বিশ্বাসী । শহরের কিছু লোক, তাদের এই অদ্ভুত ধর্ম নিয়ে ঠাট্টা মশকরা করল । প্রথম জন কাজের সন্ধানে বের হল । নিজের যোগ্যতা বলে কাজও পেল । দ্বিতীয়জন ওইসব লোকের সাথে ধর্ম নিয়ে উঠে পরে লেগে গেল ।
দিনশেষে , প্রথম জন খাবার সহ বাবা মা র সামনে হাজির হল । দ্বিতীয়জন কিভাবে তার বাবা মা র সামনে হাজির হল একটু অনুমান করুন ?
এবার বলুন তো, সৃষ্টি কর্তা কার প্রতি খুশি হবে?
কিছু লোক বলাতে ধর্ম, সৃষ্টিকর্তা অশুদ্ধ হয়ে যায় না । তাকে বোঝার মত, তাকে পরিমাপ করার মত ক্ষমতা, সামর্থ্য আমাদের নেই । তিনি অপরিসীম । তাকে কেউ খারাপ কিছু বলাতে তার কিছু এসে যায় না । যে নিজের জন্মদাতা বাবা মা র মুখে হাসি ফোটাতে পারে না, তার মুখে ধর্মের কথা মানায় না । তার কাছে ধর্মীয় অনুভূতি ভণ্ডামি ছাড়া কিছু নয় ।
আজ যারা ক্ষমতায় আছে । তারা একদিন চলে যাবে । ক্ষমতা একদিন আমি, আপনি , আমাদের হাতেই চলে আসবে । এখন যারা আছে, তারা এখন যেমন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে । আপনার মনেও কি একদিন সেরকম করার ইচ্ছে করছে ? যদি করে, খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যান অথবা আত্মহত্যা করেন । দেশের খাবার, মাটি, অক্সিজেন নষ্ট করার কোন অধিকার আপনার নেই ।
জীবনে একটা মানুষের কি চাহিদা থাকতে পারে ? বউ, বাচ্চা, বাড়ি, গাড়ি, বিনোদন । এইত ? একটু চিন্তা করুন তো এই সবের জন্য কি দুর্নীতি করার খুব প্রয়োজন আছে ? সৎপথে কি এই টাকা কামানো যাবে না ?
এরপরও বলতে পারেন , আমার শত শত কোটি টাকা প্রয়োজন । হ্যাঁ, আপনার প্রয়োজন থাকতেই পারে । কবরে এত টাকা সাথে নিয়ে যাওয়া যায় কিনা আমার জানা নেই ।
আপনার ছেলে মেয়ের জন্য এত টাকা প্রয়োজন ? আসলেই কি এত টাকার দরকার আছে , একটা ছেলে কিংবা একটা মেয়েকে মানুষ করার জন্য ? সে যদি আসলেই বাপের বেটা/বেটি হয়ে থাকে , সে নিজেই তার কর্ম গুনে আপনার থেকে অনেক উপরে উঠবে ।
এবার একটু নিজে ভাবুন তো, কোনটিতে বেশি খুশি হবেন ? ছেলে মেয়েকে কোটি কোটি টাকা দিতে পেরে নাকি ছেলে মেয়েকে মানুষ করলেন , তারাই সৎপথে এর থেকে বেশি আয় করছে ।
অবশেষে একটা কথা বলতেই হয় । আমাদের দেশটা এমনিতেই গরিব । অনেক রকম সমস্যা এখানে । এরপরও নিজেদের মধ্যে কামড়াকামড়ি, দুর্বল ধর্মীয় অনুভূতি - এসব আমাদের মানায় না । এসব থাকলে বহিঃশক্তি সহজেই তাদের ফায়দা লুটবে । গরিব দেশে জন্মেছি বলে, সৃষ্টিকর্তা আমাদের মনটা গরিব করে পাঠায়নি । আমাদের হাতে অনেক কাজ, দায়িত্ব । বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছে ।
facebook link
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৮