"আপনি যদি আমার গলা চেপে ধরেন তখন প্রাণ বাঁচাতে আমি যদি আপনার অন্ডকোষে লাথি মারি, সেটাকে কি অন্যায় বলা যায়?"
কাশ্মীরে ৪৪ জন ভারতীয় সেনার মৃত্যুর পর এই কথাটাই মাথায় এসেছে। জম্মু-কাশ্মীরকে বলা হয়ে থাকে "ভূস্বর্গ"। প্রকৃতি দুহাত ভরে সাজিয়ে দিয়েছে এই উপত্যকাকে। কিন্তু ভারতের পাশবিক অত্যাচারে এই বেহেশত পরিণত হয়েছে নরকে। চাইলে গুগল করে দেখতে পারেন।
এখন প্রশ্ন আসতে পারে এ ধরনের বোমা হামলা সমর্থনযোগ্য কিনা।আত্মরক্ষা যেকোন জাতির জন্মগত অধিকার! যেমনটা আমরা করেছি ৭১ সালে, পাকি সেনাবাহিনীদের বিরুদ্ধে। কাশ্মীরীরাও তাই করছে ভারতের সেনাবাহিনীদের বিরুদ্ধে!আমরা ভুলে যাই সব জালিমের প্রকৃতি আর রক্ত এক!
স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে আজাদ কাশ্মীরের স্বপ্ন দেখা মানুষদের জানাই লাল সালাম...!!!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১