বর্তমান সময়ে মানুষ অনেক বেশি স্বার্থপর হইয়ে যাচ্ছে আর সেখানে আপনি যদি কাউকে ধন্যবাদ বলেন তাহলে সেই ব্যক্তিটি অনেক খুশী হয়। যখন আপনি ধন্যবাদ বলেন তার মানে আপনি তাকে বুঝান ঐ ব্যক্তি আপনার যে কাজটি বা উপকারটি করেছে তার জন্য আপনি কৃতজ্ঞ এবং সেটি আপনার কাছে অনেক দামি।
তাই আজ থেকে সবাইকে ধন্যবাদ বলা শুরু করুন তা সে যেই হোক। হোক সে রিকশাওয়ালা বা দারওয়ান। শুধু মনে রাখবেন আপনার সবাইকে ধন্যবাদ বলতে হবে। কখনো এটা ভাববেন না যে, আপনার প্রফেশনের ছোট কাউকে ধন্যবাদ বলা যাবে না। সবাইকে ধন্যবাদ বলাতে দেখবেন আপনি সবার কাছে আরও বেশি প্রিয় ব্যক্তি হইয়ে উঠছেন।
২। (I trust you) আমি আপনাকে বিশ্বাস করি বা আপনার উপর আমার ভরসা আছে।
বিশ্বাস হল এমন একটা জিনিস যা আপনার পার্সোনাল বা প্রফেশনাল লাইফে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বাস ছাড়া আপনার কোন ব্যবসা বা কোম্পানি চলতে পারবে না। তাই আপনার কাজের ক্ষেত্রে আপনি যখন কাউকে বলবেন আমি আপনাকে বিশ্বাস করি বা আপনার উপর আমার ভরসা আছে তখন সামনের জন এতটাই প্রভাবিত হয় সে যেকোনো কাজ আরও বেশি গুরুত্ব সহকারে করতে থাকে।
অন্যদিকে আপনি যদি অন্যজনকে বলেন আমি আপনাকে বিশ্বাস করি বা আপনার উপর আমার ভরসা আছে তখন সে আপনার প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করে। সত্যি যদি কোন ব্যক্তি আপনাকে ধোঁকা দিতে চাইছে কিন্তু আপনি যদি বার বার তাকে মনে করিয়ে দেন যে আমি আপনাকে বিশ্বাস করি বা আপনার উপর আমার ভরসা আছে তাহলে সেই ব্যক্তিটি আপনাকে ধোঁকা দেবার আগে দশবার ভাববে।
এখন থেকেই আমি আপনাকে বিশ্বাস করি বা আপনার উপর আমার ভরসা আছে বলা শুরু করুন।
৩। (I’m wrong) আমি ভুল ছিলাম।
এটা হল সবচে কঠিন একটা কথা যা সবাই বলতে পারে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুল স্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ হতে পারবেন না।
যখন আমরা স্বীকার করি আমি ভুল আপনি ঠিক তখন আপনার সামনে সঠিক রাস্তাটি চলে আসে।
যখনই কোনও ভুল করবেন তখন স্বীকার করবেন আমি ভুল ছিলাম। প্রথম প্রথম হয়তো আপনার একটু অন্য রকম লাগবে কিন্তু একটা সময় পর আস্তে আস্তে ঠিক হইয়ে যাবে।
শুধু মনে রাখবেন যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে সে ব্যক্তিই জীবনে সবচে সফল।
৪। (I’m sorry) আমি দুঃখিত।
যখন আপনি কোন ভুল করেন আর সেই ভুলটাকে স্বীকার করেন তখন আপনাকে আমি দুঃখিত বা i’m sorry বলাটাও খুবই দরকার। সব সময় ভুল করলে আমি দুঃখিত বা i’m sorry সেটা কিন্তু নয়। কখনো কখনো আমি দুঃখিত বা i’m sorry এজন্যই বলবেন যেন আপনার সামনের জন বুঝতে পারে আপনি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
যেমন আপনার কোন বন্ধু চাকরী পাচ্ছে না তখন আপনি বলতে পারেন আমি দুঃখিত বা i’m sorry বন্ধু কিন্তু তুমি চেষ্টা ছেড়ো না। মনে রাখবেন আমি দুঃখিত বা i’m sorry এই কথাটি আমাদের কখনো ছোট করে না বরং আমাদের অন্যের চোখে প্রিয় করে তুলে এবং যখন আপনি কাউকে আমি দুঃখিত বা i’m sorry বলবেন তখন তার মনে থাকা ছোট ছোট রাগ অভিমান দূর হইয়ে যায়।
তাই আজ থেকেই আমি দুঃখিত বা i’m sorry বলা শুরু করুন।
৫। (You can do it) এটা আপনি করতে পারবে।
এই কথাটি জীবনে সফল হবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি বাবা-মায়ের উচিৎ তার ছেলে-মেয়েকে এই কথাটি সব সময় বলা। আপনাকে একটা ছোট গল্প বলিঃ
একবার দুটি ব্যাঙ একটি গর্তের ভিতর পরে গেলো অনেক চেষ্টা করে তারা বের হইয়ে আসার চেষ্টা করছিল কিন্তু পারছে না তখন উপর থেকে কিছু ব্যাঙ তাদের বলে চেষ্টা করে কোনও লাভ নেই তোমরা বের হতে পারবে না। এই কথা শুনে একটি ব্যাঙ হাল ছেড়ে দেয় কিন্তু অপর ব্যাঙটি চেষ্টা করতেই থাকে। উপর থেকে যত বেশি বলা হয় তুমি পারবে না সেই ব্যাঙটি ততো বেশি চেষ্টা করতে থাকে এবং সর্বশেষ সে বাহিরে বের হইয়ে আসে। যখন বাঁকি ব্যাঙরা তার কাছে যায় জানতে চায় সে কি করে এটা করলো তখন তারা দেখে সে কানে শুনতে পায় না।
তাই যখন তারা বলছিল তোমরা পারবে না তখন সে ভেবেছিলো তারা বলছে You can do it (এটা তুমি করতে পারবে)। তাই যখনই আমরা বলি You can do it (এটা আপনি করতে পারবে) তখন আমরা অসম্ভব অনেক কাজ করে ফেলি।
তাই সব সময় নিজেকে ও অন্যকে বলুন You can do it (এটা আপনি করতে পারবে)।
এই পাঁচটি কথা যদি আপনার পার্সোনাল বা প্রফেশনাল লাইফে ব্যবহার করেন বা করতে পারেন তাহলে আপনি আপনার লাইফে সফল হবেনই হবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪