কয়েক মাস আগে টোকাই এর ফেসবুক স্ট্যাটাস এ আমরা দুই বন্ধু ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে করতে কিভাবে যেন ৫০০'র উপর কমেন্ট হয়ে গেল। আমরা কি করতাম, কি খেলতাম, কি খেতাম ইত্যাদি ইত্যাদি। তখনই টোকাই কে বলেছিলাম, একটা কিছু লিখতে ইচ্ছা করছে। পরে লিখতে গিয়ে দেখলাম এক এক টা স্মৃতি এতটাই বিশাল যে সেই ৫০০ কমেন্ট ময় স্মৃতি একই পরিসরে লিখা আমার জন্য অসম্ভবের মত একটা কাজ। তাই ভাবলাম একটা একটা করেই লিখে ফেলি। নাই মামার চাইতে তো কানা মামা ভালঃ
:::টারজান আর জেন:::
উঁহু উঁহু...শিরোনাম দেখেই এত খুশি হওয়ার কিছু নাই। দুষ্টু ছেলের দল, তোমাদের দুষ্টুমিতে ভরা চিন্তা গুলোকে সংযত কর। আমি আমার শৈশবের স্মৃতি রোমন্থন করছি, কৈশরের না। আমি বলছি আজকে থেকে প্রায় বিশ বছর আগের কথা। এখনও মনে আছে, কারেন্ট চলে যাওয়া এক সন্ধ্যায় আব্বু আমাকে একটা গল্প শুনিয়েছিল। কিভাবে বনের মধ্যে একটা প্লেন ক্র্যাশ করল, কিভাবে জঙলে হারিয়ে যাওয়া শিশু গরিলা পরিবারে বড় হয়ে একদিন শক্তিশালী হয়ে উঠল আর তার নানা রকম দুঃসাহসিক এডভেঞ্চার। বাসায় তখন ইত্তেফাক রাখা হত। সেই ইত্তেফাক এর মাধ্যমেই পরে সেই গল্পের নায়ক টারজান, জেন আর এডগার রাইজ বারোজ এর সাথে আমার পরিচয়। সেই থেকে আমি ইত্তেফাক এর নিয়মিত পাঠক হয়ে গেলাম। এক সময় ইত্তেফাক এর পাতায় চোখ বুলানো টা নেশার মত হয়ে গেল। বেশী কিছু না, শুধুমাত্র টারজান এর সেই তিন ব্লক কার্টূন।
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে যেতাম। বাসার সবাই উঠার আগেই টারজান টা পড়ে নিব বলে, একদিন মিস করলেই হয়েছে, সারা বাড়ি- এই ঘর থেকে সেই ঘর লাট্টুর মত ঘুরতে হবে।
ছোটবেলায় ধৈর্য আর অধ্যাবসায় প্রথম পাঠ রবার্ট ব্রুস এর আগে মনে হয় টারজান এর এই ধারাবাহিক কার্টূন পড়তে গিয়ে পেয়ে গিয়েছিলাম। প্রতিদিন সর্বসাকূল্যে চার থেকে পাঁচ টা ডায়লগ। কাহিনী তো আর আগায় না। এরপর কি হবে, জংলিরা কি জেন কে মেরে ফেলবে? সারাদিন জল্পনা-কল্পনা করতাম আর ছটফট করতাম। পরে বিরক্ত হয়ে এক কঠিন সংকল্প করে ফেললাম- পুরো কার্টূন টা একবারে পড়ব। তখন কি আর জানতাম, এই কাহিনী চুইংগাম এর মত খিচতেই থাকে। কোনদিন শেষ হয়না। ইত্তেফাক এ এখনো টারজান এর কার্টূন ছাঁপে-ঐ ৩ ব্লকই। তাও ভাগ্য ভাল জেন এর প্রেম এ পরে ২০ বছর অপেক্ষা করে বসে থাকি নাই। আমার সংকল্প স্থায়ী ছিল ৭-৮মাস। প্রথম প্রথম কচি মন কে সংযত করতে অনেক কষ্ট হত। মাঝে মাঝে চোখ চলে যেত, পরে নিজেকেই প্রবোধ দিতাম, শুধু তো চোখ বুলাইসি, কিছু পড়ি তো নাই।
কয়েকদিন পরই এক সমস্যায় পরলাম। পুরানো পেপার গুলা যে দুইদিন পর কই চলে যায় পরে আর খুঁজে পাওয়া যায় না। এরপর থেকে প্রতিদিনের কাজ হল টারজান এর কার্টূন ব্লক টা কেঁটে নেয়া। এইজন্য ভাইয়ার শেভিং কিট থেকে একটা কাঁচি ও মেরে দিলাম। একদিন ভোরে টারজান কেঁটে স্কুলে চলে গেছি, দুপুরে বাসায় ফিরতেই আব্বুর সেই কি বেদম মার। আমি নাকি কোন এক গুরুত্বপূর্ণ খবর হাওয়া করে দিয়েছি। এখন আমি কিভাবে জানব যে টারজান এর পিছেন আবার খবর ও ছাপা থাকে।
সবচেয়ে বেশী পেপার কেঁটেছি নারায়নগঞ্জ এর সূধীজন পাঠাগার থেকে। সেই ছোটবেলা থেকে রাম ভাই কে পটিয়ে আর্কাইভ রুমে ঘন্টার পর ঘন্টা কাটানো। চারিদিকে পুরানো বই, পেপার আর ম্যাগাজিন এর সাড়ি- এর মাঝে বসে তন্ময় হয়ে আমি এক এক করে টারজান কাটছি। দেখতে দেখতেই অনেক অনেক টারজান কাটিং জমতে লাগল।
কয়েকমাস পর হঠাৎ করেই একদিন আব্বু একটা বই নিয়ে আসে, ছোটদের আবিষ্কার। ঐ বইতে জুতার বাক্স দিয়ে একটা বায়োস্কোপ বানানোর নকশা ছিল। সেটা দেখে মনে হল, অনেক ধৈর্য্য হইসে। এখন সব পড়া যাক, আসল কথা হল বায়োস্কোপ টা বানানো যাক। তারপর সব কয়টা কাটিং এক এক করে সিরিয়াল এ সাজালাম।এখন একটা শক্ত জুতার বাক্স লাগবে। ছোট চাচার ঘর থেকে একটা মেরেই নকশা অনুযায়ী কেঁটে ফেললাম। কাটিং গুলোকে এক এক করে সাঁজিয়ে আঠা লাগিয়ে উপরে আর নীচে দুটা চকবার এর কাঠিতে পেঁচিয়ে দিলাম। কাঠি দুটা জুতার বক্সের সাইডে বসিয়ে দিলাম যা চেঞ্জার হিসেবে কাজ করত। অন্ধকারে পড়ার সুবিধার জন্য বক্সের ভিতরে লাইটিং এর ও ব্যাবস্থা করেছিলাম। নানার স্টীলের টর্চ লাইট থেকে লাইট চুরি করে তার আর ব্যাটারী দিয়ে সুন্দর একটা সার্কিটও বানিয়ে ছিলাম।
সেই ছোট্ট কালো রঙের জুতার বাক্স টা আমার অনেক প্রিয় ছিল। সারাক্ষন সাথে নিয়ে ঘুরতাম। সময়ের সাথে সাথে সেই বাক্স টাও কোথায় যেন হারিয়ে গেছে।
আলোচিত ব্লগ
বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !
"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন
আমিত্ব বিসর্জন
আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন