এদেশের অসহায় মানুষগুলো যে কতটা কষ্টে আছে তা ছবিগুলোতে ফুটে উঠেছে, যদিও ফটোগ্রাফার ভালোভাবে ছবিগুলো তুলতে পারেনি তবুও কয়েকটা ছবি মনে নাড়া দিয়ে যায়।
আমি ধন্যবাদ দিয়ে এই গ্রুপের টিম মেম্বারদের ছোট করতে চাই না, তবে তারা যে সৎ উদ্যোগ নিয়েছে তার জন্য মনে হয় মনের দিক দিয়ে তারা অনেক শক্তিশালি।
তাদের একটা স্ট্যাটাস দেখলাম আজ, তারা আসন্ন ঈদে যারা দুবেলা দুমুঠো খেতে পারেনা সেই অসহায় মানুষগুলোকে নিয়ে সেমাই-চিনি উৎসব করছে। স্ট্যাটাস টা পড়ার পর যেন আমি একটা ভাবনার জগতে হারিয়ে যাই।
ভাবতে থাকি যে, আসলে বাসায় প্রতি ঈদে কত সেমাই-চিনি নষ্ট হয়ে যায় খাবার লোক থাকেনা। কিন্তু আমি কি কখনও ওই পথের মানুষগুলোকে ঈদের আনন্দ দিতে পেরেছি? কখনও কি তাদের মুখে সেমাই-চিনি তুলে দিয়েছি? কেন জানি নিজেকে আজ অপরাধী মনে হচ্ছে। হে হাত বাড়াবো বন্দুগণ আপনারা আপনাদের গ্রুপে আমাকে এ্যাড করে আমার অপরাধবোধকে জাগিয়ে তুলেছেন। আসলে চেষ্টা করলে সবই সম্ভব, তা বুঝতে পারলাম। তবুও ভালো লাগছে আপনাদের গ্রুপের একজন মেম্বার হতে পেরে।
আপনারা ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও ফেনীতে অসহায়দের সেমাই-চিনি বিতরণ করতে যাচ্ছেন শুনে ভালো লাগলো। চেষ্ট করবো আমি আপনাদের পাশে থেকে হাত বাড়াতে।
আমার ব্লগার বন্দুরা, মানবিক দায়বদ্ধতা থেকে আমি ওই গ্রুপের আজকের স্ট্যাটাস টা নিচে দিলাম। আপনারাও এই বন্ধুদের হাত বাড়াতে পারেন।
ফেসবুক থেকে নেয়া:
কয়েকজন লেখক ও পাঠক লেখকের সমন্বয়ে গড়া গ্রুপ " হাত বাড়াবো বন্ধু" । অসহায় ও রাস্তার মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে আমাদের এই গ্রুপের যাত্রা শুরু হয়েছে। আমরা আমাদের হাত খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তবে আমাদের সে অর্থ খুবই সীমিত, তবুই আমাদের সকলের প্রবল ইচ্ছা শক্তি থাকার কারণে আমরা আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে কিছু অসহায় মানুষের হাতে সেমাই চিনি তুলে দিতে চাই। জানিনা ঠিক কত জনের হাতে আমরা সেমাই-চিনি তুলে দিতে পারবো। ঢাকা, চট্রগ্রাম, সিলেট, খুলনা ও ফেনীতে আমরা ২৫ রমজান থেকে ঈদের আগের দিন পর্যন্ত অসহায় মানুষের হাতে সেমাই-চিনি তুলে দেব ইনশাল্লাহ। তাই আমাদের পাশাপাশি আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে আমাদের এই কার্যক্রমকে দীর্ঘায়িত করতে পারেন। আপনাদের সকলের সাহায্য সহযোগিতা ও উৎসাহ পেলে আমরা অনেকগুলো পরিবারে ও রাস্তার মানুষকে সেমাই-চিনি বিতরণ করতে সক্ষম হব।
০১৬৭৬-৩৩০৮৫৭ এই নাম্বারে বিকাশ করে যে কোন পরিমাণ অর্থ দিয়ে হাত বাড়াতে পারেন।
আর যদি সরাসরি আমাদেরকে সেমাই চিনি দিয়ে সাহায্য করতে চান তাহলে নিচের আমাদের যে কোন টিম মেম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
কারওযান বাজার, ঢাকা- সাইফুল ইসলাম জুয়েল, মোবাইল: ০১৬১৬-৩৮২১৪৫.
যাত্রাবাড়ী, ঢাকা- রবিউল ইসলাম সুমন,
মোবাইল: ০১৯১৩-০৮৪৬৭০
পটিয়া, চট্টগ্রাম- পারভেজ সুমন.
মোবাইল: 01919-137809
নাজির রোড, ফেনী- আমজাদ হোসেন বাপ্পি.
মোবাইল: 01818-195065.
খুলনা- আরিফ বিন নজরুল
মোবাইল: 01919007876
সিলেট- এম কে মাহমুদ
মোবাইল: 01747-028618
এছাড়াও হাত বাড়াবো বন্ধর ০১৬৭৬-৩৩০৮৫৭ এই নাম্বারে যোগাযোগ করে যে কোন পরামর্শ ও উৎসাহ দিতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯