মিনোক্ষোভাকুল কুবলয়-মাছের তাড়নে যে পদ্ম কাঁপিতেছে
আসমান হইতে পাতলা ফসিলের তপ্ত রস যে টপ টপ পড়িতেছে
হায় রে ফসিল! আজিজিও দিগের মস্তক ছিন্ন করিতি ক্ষীণ তোর ঝঞ্চা
তব কেন হানিলি মস্তিষ্ক মোর তীব্র উগ্রদিড়ী
অঞ্জলী মোর ক্ষীন তপোবন
নেত্র দিয়ে পরছে কুৎসীত ক্যাবলা কোলাব্যাঙ
আমি যে তোর বিদগ্ধ ফসিল
তপোবনে হেথায় যে জন্মিল ঝঞ্জা
অ্যালবাট্রস ফিঙে ঘন কালো এটো কেশ
প্রেয়সী হারায় যবন দাশের পিঙ্গল শিখলিত পরিশীলন
পাঙতেও চর্বনের চিরিরীত কিশলয়
তব কেন হানিছিস সিক্ত ফসিল
ফসিল আমি করিছি হাসিল, তব ধারা ঝঞ্চা
বাতাসের তরে শ্রোতস্বীনি কেন্দ্রিয় ধারায় পিঙ্গল নেত্র
মধ্য গগনে ভাসিছে পান্ডুব্যারামের ক্যাতা
পাংশুবর্ন প্রেয়সীর মুখবর্ন পিওর ছাই
কৃপাণ পাণি হন্তা ছুটিছে ঘোরসওয়ারের কান্ধা ভাঙ্গায়
হুরুশপাটল সিন্গ্ধ সেবিকার চার্চিল চে চৌবন
তুই বলিছিস "কস কি রে মুমিন?"
আমি উত্তরী "যাহা কৈচি সত্ত কৈচি স্বেয়তং"
স্বীয় নেত্র যূগল উহার তব ধারা জন্মিল স্বেতন
হুরুশপাটল প্রেয়শী মনোপটে চিকা মারে
চিকা মারা শ্রেয় হৈনি হরিণী তপ্বস্বীণী হিমাগ্রী মোদীনি
গিরীদড়িবিহারীনি তব কেন কুবলয়?
মাছের তারনে পদ্ম কেল্লাই কুবলয়?
বি: দ্র: কবিতাক্ষানী রচনা করিবার সময় কবি কিরন বারী পৃত (পান কৃত) ছিলেন তথা পিণিকে ছিলেন এবং যথারীতি "কিরন বারীর বোতল মানে কিরন বারীর বোতলের সাথে ব্যাভিচার" ধরনের আজিজিও ডায়লগ উদগীরন করিতেছিলেন। তবে উল্লেখ্য যে উক্ত সময় উনি কোনরুপ অশ্লীল গালাগাল করিতেছিলেন না, হই সত্য।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৮ রাত ১:২০