ব্লগে ছাগুরা আছে যারা আমারে দেক্তারেনা । বিষয় সেইটা না । তয় প্রতিষ্ঠিত ছাগুগো বাইরেও কিছু লোক আছে আমার উপরে ক্ষেপা ।
এই যেমন রাঙা মিয়া । উনি প্রায়ই তোতা পাখির মতো আওড়ায় বেড়ান আমি নাকি তারে কি করছি বা কি কৈছি । সেইদিন উনার পুস্টে কৈলেন -
ইতিপূর্বে ব্লগে এটিমের ইমেজধারী ও ভার্চুয়াল প্রহরী( স্বঘোষিত চৌকিদার

রেফারেন্স - এই পোস্ট
পুরা প্যারাটা বোল্ড করা আছিলো । পাঠকেরা যারা এই পোস্টটা পড়েন নাই তাগো হয়তো মনে হৈতে পারে যে ঐ পোস্টের বিষয়বস্তু আমি । কিন্তু সেইটা না । ধান ভাঙতে শিবের গীত গাওয়ার মতো অমি পিয়ালের সমালোচনা করা ঐ পোস্টে আমার নামের অংশটাই উনি বোল্ড করেছেন ।

তারে নাকি আমি রাজাকার কৈছি (স্মৃতি থিকা কৈলাম) এই অভিযোগও রাঙা মিয়া করছেন অন্যজায়গায় ।
রাঙা মিয়ার এই হাসিব বিরোধী প্রচারণাপর্ব আমি পাত্তা দেই নাই । সেই আগিলা জামানা থিকা অনেক লুকই আমার নামে এক একাধিক পর্বের পুস্ট দিছে । রাঙা মিয়া আমার সেই হাসিব হেইট ক্লাবের নতুন সংযোজন মাত্র ।
তো এই রাঙা মিয়া এইসব নিন্দাকার্যক্রমে নতুন ফ্লেভার আনছেন একটু আগে । পিয়াল ভাই তারে বোধহয় ব্যানট্যান করছেন । রাঙা মিয়া সেইটার প্রতিবাদ জানায় পুস্টও দিছেন । এর কিছুক্ষন পরই কব্বর থিকা একটা নিকা আইসা


যাউগ্গা, এই প্রাচীন নিকটা কব্বর থিকা চাগা দিয়া উইঠা একটা উপকার করছে আমারে । রহমান হেনরিরে নিয়া তার সেই পুস্টে "মৃত হাসানের প্রেতাত্মা" রহমান হেনরির বনাম রাঙা মিয়ার সেই আর্গুমেন্ট পোস্টের ব্যাকআপ দিছেন । (লিংক - ১, লিংক - ২) ।
স্মৃতি বড় প্রতারক বৈলা আমি রাঙা মিয়ার সব অভিযোগেই চুপ থাকছি আগে । ভাবতাম হয়তো কোন মিস ফায়ার করছিলাম আগে কোনসুম । আর আমি কোথায় কোন সময় রাঙা মিয়ারে কি করছি সেইটার লিংক চাইলে রাঙা মিয়া সবসময় রহমান হেনরী পোস্ট মুইছা ফালাইছেন এই অজুহাতটা দিতেন । কিন্তু সেই ব্যাকআপ পুস্ট পৈড়া দেখলাম আমি আসলে রাঙা মিয়ারে সেইরকম কিছু কৈ নাই ঐখানে । প্রেতাত্মার লিংকগুলা দেইখা আশা করতেছি রাঙা মিয়া এখন আমি তার সাথে কখন কিরকম "অযৌক্তিক" ও "অসভ্য" আচরণ করছি সেইটার ফয়সালা করতে আগায়া আসবেন ।