আপনারা কন্ট্রিবিউট করতে চাইলে মন্তব্যঘরে লিংকসহ ভুইফোড় নিওরাজাকারদের পোস্ট/মন্তব্য প্রমানসহ উল্লেখ করে যাবেন ।
(ডিসক্লেইমার: ব্যক্তি আক্রমন সামহয়ারে নিষেধ । কিন্তু পশু আক্রমন বিষয়ে নিষেধ নাই । এই পোস্টরে পশু আক্রমন হিসাবে দেখতে হবে)
১. চতুরভুজ (লিংক)
চতুরভূজ বলেছেন :
২০০৭-১২-১৪ ১৭:১২:০৯
পোষ্ট বুঝতে পেরেই ৫ দিলাম। কেবল মাত্র গালাগালি আর মুখে মুখে দেশপ্রেমের মাকাল বুলি আউড়িয়ে দেশকে ভালবাসা যায়না আর নিজেদের ধরে রাখা যায়না। শিবির নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, তাদের কিছু আদর্শকে গ্রহণ করে আমরাও নিজেদের অবস্থান তুলে ধরতে পারি, উজ্জল করতে পারি আমাদের প্রোফাইল।
(এই মন্তব্যটি লেখা হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবসে সারাদেশ যখন বিকালে দুই মিনিটের জন্য থমকে দাড়িয়েছিলো তার ঠিক ৪২ মিনিট পরে । জাতি যখন বুদ্ধিজীবিদের শ্রদ্ধাভরে স্মরন করে ভবিষ্যতের পাথেয় খুজছে ঠিক সেই সময়ে এই পশু শিবিরের আদর্শকে গ্রহন করতে বলছে । চিনে রাখুন এই পশুকে )
একই পোস্টে, (২. নিপুপাওয়ারফুলের মূল পোস্ট)
৩. প্রিয়জন বলেছেন :
২০০৭-১২-১৪ ১৭:২৩:১৫
ডঃ মাসুদ ভাইকে অভিনন্দন।মহান আল্লাহর দরবারে শুকরিয়া। ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর।আর সেই কারখানার কান্ডারী , কেন্দ্রীয় সভাপতি ডঃ শফিকুল ইসলাম মাসুদ।আসুন আমরা ছাত্রশিবিরের পতাকাতলে শামিল হই। এবং কোরআনকে চর্চ করতে শিখি।
৪. প্রশাসন বলেছেন :
২০০৭-১২-১৪ ১৮:০৯:৩৬
নিপু পাওয়ার ফুল. চতূর্ভূজ, নতুন স্বপ্ন, প্রিয়জন, সর্বদা বেলায়েত,বিবেক সত্যি, বিহংগ< একসাথে ধন্যবাদ । এই পোষ্ট এ মন্ত্য করার জন্য। আবার পোষ্ট করেন।[email protected] এ মেইল করতে পারেন।
পোস্টটি আপডেট হতে থাকবে । সবাই প্রমানসহ মন্তব্যঘরে দলিল রেখে যান ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬