ন্যাটিভ আমেরিকানরা সেদিন খুব অবাক হয়েছিল যখন তাদের ইউরোপিয়ান দখলদাররা হন্যে হয়ে হলদে রঙের পাথরগুলো খুজতেছিল । সেই হলদে পাথরের জন্যে ইউরোরোপিয়ানরা তখন চালাচ্ছিল নির্মম তাণ্ডবলীলা । খুব অবাক হয়েই হয়ত অনেক ন্যাটিভ আমেরিকান সেদিন বলেছিল-এই মুল্যহিন পাথরে কেন সবার এত ব্যাগ্রতা ?
স্বর্ন । সেই চির আকাংখিত বস্তু । কিন্তু কেন ? এক সমাজে যা মুল্যহীন সেটা অন্য সমাজে কেন এতটা মোহনীয় ?
একটা সময় মানুষ রুপার জন্যে,তারও আগে ব্রোঞ্জ এমনকি লোহা নিয়েও ঠিক এতটাই মোহাবিস্ট ছিল । কালের পরিক্রমায় আমাদের এই মোহগুলোর বিনিময় প্রথায় আমরা প্রচলন করলাম কিছু কাগুজে নোট বা ধাতব মুদ্রা । টাকা । টাকা আসলে কি ?
একটি কাগুজে নোট বা চেক কিংবা সোনা-রুপা-তামার তৈরি কোনো মুদ্রার নাম টাকা নয় । টাকা ইলেক্ট্রিক কারেন্ট কিংবা কম্পিউটারের বাইনারি কোডও নয় ।টাকা কোনো বস্তুগত পদার্থ নয়, টাকা একটি বিশ্বাস । একটি সামস্টিক বিশ্বাস , একটি সামাজিক বিশ্বাস ।
আমাকে একটি দোয়েল-কোয়েল আকা একটি কাগজের নোট দিয়ে বলা হচ্ছে এটা টাকা । যার বিনিময়ে একটি চকলেট কিনা যাবে । যে কিনছে সে এই কাগুজে নোটটাকে বিশ্বাস করে নিচ্ছে , যে বিক্রি করছে সেও । একটি চকচকে কাগজে একজনের ছবি আর কিছু আকাবুকা করে বলা হচ্ছে এটা হলো একশ টাকা অথবা এটা পাঁচশ টাকা ,এর বিনিময়ে তুমি এই এই জিনিস কিনতে পারবে আর বিক্রয় করবে । আমরা সেটাই বিশ্বাস করে নিয়েছি । ক্রেতা-বিক্রেতা সবাই বিশ্বাস করে নিয়েছি । সেই কাগুজে নোটের জন্যে খুন,হত্যা,রাহাজানি থেকে শুরু করে দেশে দেশে যুদ্ধ পর্যন্ত বাধিয়ে দিয়েছি । পুরো পৃথিবী চলছে এই এক অদ্ভুত বিশ্বাসের উপর ।
কোনো যুক্তিবাদি নাস্তিকও তা অবিশ্বাস করছেনা । বরং এই জাগতিক বিশ্বাসে বুঁদ থেকেই সে পরাজাগতিক বিশ্বাসকে ভাসিয়ে দিচ্ছে তার যুক্তির ফোয়ারায়, হাসি-ঠাট্টা বা ঘৃণা-বিদ্বেস ছড়াচ্ছে মানুষে-মানুষে । হাউ লেইম দে আর !
তারা কি জানেনা যে Money is credit.Credit is belief.Belief is religion !
নাকি তারা ভাবে Money is credit.Credit is to praise.Praise is to price.Price is from latin Pretium.Pretium is from indo-europian word ‘per-‘.Prostitution is also from that word ‘per-‘ !
যাহোক, এজন্যেই জ্ঞানীরা বলে থাকেন “বিশ্বাসে মেলায় বস্তু,তর্কে বহুদুর” ! সবাই নিজের বিশ্বাসের উপর থাকেন । কোনো ভন্ড বা প্রগতিস্টিটিউটের যুক্তিতে নিজের বিশ্বাসকে আহত করবেননা । মনে রাখবেন বিশ্বাস মানেই অন্ধ,যুক্তিহীন !
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২