ডি ক্যাপ্রিও ম্যাচিউর হইতেছে,তার মুভ্যি চয়েসও ম্যাচিউর হইতেছে। তাই বইলা সব মুভ্যি কান্দন টাইপ হইবো, তা না। হের চয়েসে ভ্যারিয়েশন আছে। Boby of lies পুরাই থ্রিলার, তবে আন্দাউন্দি পিডাপিডি নাই। এই মুভ্যির মজা হইতেছে বুদ্ধিদীপ্ত ডায়ালগে।
ডিক্যাপ্রিও এখানে CIA এর এজেন্ট হিসেবে মধ্যপ্রাচ্যে আকাম(!!) কইরা বেড়াইতেছে।মাথা হের, ছরি রাসেল ক্রোর। এডওয়ার্ড হফম্যানের চরিত্রে রাসেল ক্রো অ্যাকটিং জটিল হইসে।তবে কাহিনীর মজা হইতেছে জর্ডানের সিকিউরিটি হেড হানি সালামের চরিত্রে। মার্ক স্ট্রং রে ব্রিটিশ বইলা মনেই হবে না। সুপার্ব অ্যাকটিং প্লাস জটিল ডায়ালগ।
ছবি নিয়া কথাবার্তা শেষ। কাহিনী নিয়া কোপাইয়া পাব্লিক ইন্টারেস্ট নষ্ট করার কোন মানে নাই। কি কারনে ছবিটারে 7-7.5 দেয়া যায় সেটা নিয়া আলাপ হইতারে। মুভ্যির কোন জায়গায় মনে হয় নাই, কাহিনী স্লো হইয়া গ্যাছে। আসলে ডায়ালগ এতো মজার আর ব্রিলিয়ান্ট যে সেই চান্স রাখে নাই। খুবই ভালো অ্যাকশন থ্রিলার, মেকিংও ভালো। CIA এর অপারেশন যে কত ইন্টেলিজেন্ট হইতারে আর এস্ট্রিমিস্টরাও যা কত সেয়ানে সেয়ানে হইতারে, না দেখলে অজানাই থাইক্যা যাইত। কাউরেই ছোট কইরা দেখায় নাই, শুধু চিপা দিয়া থ্রিলার বাইর কইরা আনছে। যাগো ভালো থ্রিলার দেখার খায়েশ আছে, তারা দেক্তারেন। নিরাশ হওনের চান্স কম।
লিংক চাইয়া লাভ নাই


letmewaththis এ টোকা দিয়া দেক্তারেন।