বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, সমকালে সহজে আয়কর দেয়ার উপর একটা সুন্দর আর্টিকেল পড়লাম, " জেনে নিন নতুন নিয়মে কত সহজে আয়কর দেওয়া যাবে।"
যদিও আমি কোনো আয়কর বিশেষজ্ঞ বা অর্থনীতিবিদ নই, এ প্রসঙ্গে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার মনে হলো।
তিন লক্ষ ৫০ হাজার টাকা আয়করমুক্ত কি একজনের জন্য, নাকি একটা পরিবারের জন্য এ লেখায় স্পষ্ট নয়। মাথাপিছু হলে ভালো, আর যদি একটি পরিবারের জন্য হয়, তবে এই মাসিক ৩০ হাজার টাকায় একটা পরিবার, বিশেষত ঢাকায় যাদের নিজের বাসা নেই, ভাড়া থাকেন, তাদের জন্য দুই বেলা অন্ন সংস্থান করা অসম্ভব। দেশের অন্য যে কোনো শহরের বাসিন্দাদের ক্ষেত্রেও খুব একটা ভিন্ন হওয়ার কথা নয়। এমতাবস্থায় এদের কাছ থেকে কর আদায় করা এদের জীবনকে আরো কষ্টকর করা ছাড়া আর কিছুই নয়। এ করমুক্ত আয়করের সীমা আরো বাড়িয়ে একটা পরিবার যাতে ভদ্র ভাবে বাঁচতে পারে তেমন যুক্তি সঙ্গত করা বাঞ্চনীয়। সাধারণত সব দেশেই আয়করের বেলা স্বামী স্ত্রী একত্রে জয়েন্ট রিটার্ন করলে করমুক্ত আয়করে একজন সিঙ্গেল এর চেয়ে বেশি ছাড় দেয়া হয়। বাবা মার্ উপর নির্ভরশীল ছেলে মেয়ে থাকলে তাদের সংখ্যার উপর ভিত্তি করে আরো বেশি ছাড় দেয়া হয়। আমাদের দেশে কি সে ব্যবস্থা আছে? না থাকলে সে ব্যবস্থা করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৯