কিছু কিছু মহল থেকে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ সহ কিছু দলকে তাদের পূর্বতন জনস্বার্থবিরোধী কার্যকলাপের কারণে দেশে নিষিদ্ধ করার দাবি উঠে। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা তাদের নেই।
বিশেষ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আসলে কোনো দরকারও তেমন নেই। দল যদি তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করতে বার্থ হয় সে আপনিই ঝরে যাবে। অনেক দলই আছে যার নেতা ছাড়া আর কোনো সদস্যের দেখা মিলে না।
দল থাকে থাকুক, তবে দল যেন দেশে সুস্থ রাজনীতি চর্চা করে, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে, অনাচার, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, প্রতিষ্ঠিত ক্রিমিনালদের অভয়ারণ্য বা কোনো বৈদেশিক শক্তির এজেন্টে পরিণত না হয়, তেমন কিছু আইন কানুন মেনে চলায় বাধ্য করা যেতে পারে।
দলেও যোগ্য নেতা নির্বাচনে সুষ্ঠূ নিয়ম নীতি থাকা আবশ্যক। একজন আমৃত্যু দলের প্রধান থাকবেন, তার মৃত্যুর পর তার ছেলে, মেয়ে বা স্ত্রী দলের প্রধান হবেন, এভাবে দল চলতে দেয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে কার্য্যকরী আইন-কানুন থাকা জরুরি।
দল নিষিদ্ধ না করে এ বিষয়গুলো কিভাবে নিশ্চিত করা যায় সেদিকেও নজর দেয়া যেতে পারে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৪