সম্মানিত ব্লগার রক বেনন ত্রিফলা নামে আজই ৩টা গল্প শেয়ার করেছেন , এমনি আরো একটা গল্প শেয়ার না করে পারলাম না , এক নার্স বলছেন গল্পটা , সত্য- মিথ্যা জানিনা , হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প :
" এক ব্যাস্ত সকলে সাড়ে আটটায় ৮০র মতো বয়সী এক ভদ্রলোক তার হাত থেকে সেলাই খুলতে এলেন, এসেই বললেন তার একটু তাড়া আছে , ৯টায় একটা এপয়েন্টমেন্টে যেতে হবে ।
আমি তার তাপমাত্রা, প্রেসার ইত্যাদি চেক করে বসতে বললাম, আমি জানি এমন ব্যাস্ত সময় ডাক্তারের দেখা পেতে এক ঘন্টার আগে হবে না ! উনি অপেক্ষা করছেন, আর বার বার ঘড়ির দিকে তাকাচ্ছেন , তার তাড়া দেখে ভাবলাম আমি কিছু করতে পারি কিনা । ক্ষতটা দেখে মনে হলো বেশ শুকিয়ে গেছে, ডাক্তারের সাথে আলাপ করে নিজেই সেলাই খোলার জন্য জিনিসপত্র নিয়ে তাকে ডাকলাম, যখন সেলাই খুলছিলাম, জিজ্ঞেস করলাম উনার এতো তাড়া কেন, এর পর কি আরেকজন ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট আছে? ভদ্রলোক বললেন, না , কাছেই এক নার্সিং হোমে যেতে হবে তার স্ত্রীর সাথে ব্রেকফাস্ট করতে !
আমি তার স্ত্রীর শারীরিক অবস্থা সম্বন্ধে জানতে চাইলাম, উনি বললেন, তার স্ত্রী আজ বেশ কয় বছর ধরে আলঝাইমার রোগে ভুগছেন এবং নার্সিং হোমে আছেন ।
বললাম, 'আজতো আপনার একটু দেরি হয়ে যাবে, উনি কি রাগ করবেন ?'
"না, ও আমাকে এখন আর চেনে না, প্রায় পাঁচ বছর হয়ে গেলো আমি কে কিছুই মনে করতে পারে না !"
অবাক হয়ে বললাম, আপনাকে চিনতেও পারে না, আর আপনি প্রতিদিন সকালে তার সাথে নাস্তা করতে যান ?"
মৃদু হেসে আমার হাতে একটু চাপ দিয়ে ভদ্রলোক বললেন , " ও না হয় আমাকে চেনে না, আমিতো চিনি ও আমার কে !"
সূত্র : Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫