আক্কস পরিক্ষা দিছে।
প্রশ্ন-নিউটনের সুত্রের বিবরন দাও।
আক্কসের উত্তর
একদিন নিউটন রাস্তা দিয়ে যাচ্ছেন।
তিনি দেখলেন একটি ছাগল তার সামনে দিয়ে যাচ্ছে ।তিনি ছাগলটিকে থামালেন ব্যস আবিষ্কার হয়ে গেল প্রথম সুত্র
কোন কিছু না থামালে তা চলতেই থাকে।
এরপর তিনি F বল নিয়ে ছাগলকে লাথি মারলেন। ছাগল বলে উঠল ম্যা (MA) । আবিষ্কার হয়ে গেল দ্বিতীয় সুত্র F=MA।
এবার তিনি ছাগলকে আরো জোরে লাথি দিলেন ।ছাগল তাকে এবার তার শিং দিয়ে
গুতো দিল । তখন তিনি একটি কথা বুঝতে পারলেন যা তার 3 নম্বর সুত্র।
প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রীয়া আছে।!
স্যার অজ্ঞান ।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৫