১)আমাদের গ্রামে একদা একজন ম্যাজিশিয়ান এসেছিলো! খেলা দেখাত নানা রকম; এই যেমন কিম্ভুতকিমাকার টুপি থেকে খরগোস বের করা , হাতের রুমাল থেকে কবুতর উড়ানো! গ্রামের বউরা চুল থেকে বকুল ফুল ছুড়ে দিত ম্যাজিশিয়ানের দিকে! হে অপাপবিদ্ধ শৈশব তোমার ঊঠানে দেখো এখনো হেঁটে বেড়ায় ম্যাজিশিয়ানের কবুতর! তবুও আমরা সবাই ম্যাজিশিয়ান ই হতে চেয়েছিলাম বকুল ফুলের আশায়, এখন ও কি গ্রাম্যবউরা আসে চিন্তার ভিতর; এ প্রশ্ন দীর্ঘশ্বাসের ও অধিক!
২) আঙুল ছুঁতে গেলে পুরো হাত ছুয়ে ফেলা যায়! মুছে যাচ্ছে হাতের রেখা, অসহ্য স্পর্শ সুখ!মুছে যাচ্ছে পাশের জানালার হাসিমুখ, এলোচুল, ভাঙ্গা ভাঙ্গা হাসি , কথোপকথন। নাগরিক জানালায় ঢুকে পড়ে ডানাভাঙ্গা পাখি, অস্পষ্ট হয়ে ঊঠে চোখের উজ্জ্বলতা, নীলফুলসমেত! মুছে যায় আয়ু রেখা, আনন্দ, বৃষ্টি অনুভব !
স্পষ্টতঃ শ্বাপদ পৃথিবীতে ক্রমশ মুছে যাচ্ছে মানুষ!
৩) কার্ডিয়ান লেকের ধারে,
তোমাকে চুমু খাওয়ার সময় টের পেলাম,
চুমুর রঙ প্রুসিয়ান ব্লু!
লেকের জল কানে কানে বলে গিয়েছে, উচ্ছাস কন্ঠে!