আমি তুমি খই হই
.
দ্বীপ সরকার
.
তুমি বললে ভালোবাসি
বিঃশ্বাস খসে পড়ে রাশি রাশি।
তুমি বললে অরণ্য হবো চলো
পাতাগুলো পড়ে থাকে এলোমেলো।
ফাগুন ঠোঁটে কোকিল ছিঁড়ে গান
তোমার মনে আমি মেহমান।
.
কিঞ্চিত জলরাশি জমলে চোখে
একাকীত্ব বেড়ে ওঠে প্রতি বৈশাখে।
এক ফর্দ চোখে, নিঃস্ব হবার নোটিশ
আজকে আমার কি হলো ; অন্তরে বিষ।
.
একের বদলে এখানে আনেক আকাশের ভীর
নীলুয়াদের পপলিনের মত পাতলা শরীর।
দেখে যাই, সয়ে যাই, বয়ে যাই প্রতিকূলেও
এসো সখি, ভালোবাসি। ভুলবেনা ভুলেও।
দরদগুলো ঝড়ে ঝড়ুক, প্রেমগুলো জাগুক
আমি তুমি খই হই, একটু আগুন লাগুক।
.
লেখাঃ ১৮/৪/১৬ইং
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪