দেখে কোনো ধূষর মানচিত্র;
পতাকার লাল রঙে পুর্বসূরীর গৌরব নেই-
থিকথিকে কৃতঘ্নতার বিশ্বাসঘাতক-প্রবাহ চেতনা জুড়ে!
তিন যুগের বিস্মৃতি আর বিভ্রমে ধর্ষিত ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়
আজ আর চোখ রাখি না লজ্জায়,
রক্ষকবেশী দালালের হাতে ক্ষত-বিক্ষত পবিত্র সংবিধান
আজ এক খোঁড়া শাসনতন্ত্রের ধারক মাত্র-
হারিয়েছে তার সতীত্ব মৌলবাদ আর দায়মুক্তির অবৈধ স্পর্শে,
তবু নিশ্চুপ চৌদ্দ কোটি জনতা....
নপুংসক তোরা!
তোদের মুখে এক-দলা থুথু!!
আমার শিক্ষক জেলে পঁচে মরে-
রাজাকার সোল্লাসে রাজপথ মাতায় এই আবেগের দিনে-
নির্দলীয় সরকার আর জলপাইরঙাদের ছায়াতলে
একতাবদ্ধ হয় আবার একাত্তরের হায়েনারা আর..
তুই "সংস্কার""সংস্কার" বলে হাত-তালি আর তোষামদে ব্যস্ত!
বেজন্মরা, আজ তোদের গায়ে যদি ওঠে লাল-সবুজের ফতুয়া-
তবে তোদের মুখে এক-দলা থুথু!!
সেদিনের যে দীপ্ত মুক্তিযোদ্ধা-
এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গকিলোমিটারকে নিস্বার্থ ভালোবেসে
এনে দিয়েছিল তোর স্বাধীনতা, আজকের সদম্ভ অস্তিত্ব-
এখন সে পথের ভিখারী... ঘৃণাভরা চেয়ে চেয়ে দেখে
তোদের মত নব্য লুটেরার বৈঠকী দেশপ্রেম,
কান চেপে শোনে লোভাতুর শাসকের মিথ্যা প্রতিশ্রুতি আর-
ক্ষমতার মসনদে প্রতিদিন মাতৃভূমির বস্ত্রহরণের করুন আর্তনাদ!
তবুও তুই ভোট দিবি ওই পশুগুলোকে-
স্বদেশী হোক কিংবা ভিনদেশী-দোসর;
সবুজ পতাকা দিবি, রাষ্ট্রীয় সম্মান দিবি, মন্ত্রীত্ব দিবি-
আর আমার বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতা, আমার লাঞ্ছিত মা-কে দিবি
সিডরের ত্রান আর কয়েক শ' টাকা ভাতা-
আরেকবার বিজয় উদযাপনের কথা বলে দেখ্,
তোদের এই প্রজন্মের মুখে এক-দলা থুথু!!
*** আজ করজোরে যুদ্ধাপরাধীদের বিচার চাইছি...
নিজের মুখ-মন্ডলে লেপ্টে থাকা এক-দলা থুথু আর সইতে পারছি না!