১
যে প্রেমের অপেক্ষা আছে
কিন্তু প্রতিশ্রুতি নেই
তুমি সেই জালে জড়িয়েই
তুলে নিলে
আমাকে শীতল জল থেকে তপ্ত ডাঙ্গায় ।
২
যদি এমন হত
প্রতিশ্রুতি আছে কিন্তু অপেক্ষা নেই ;
তবে আমি সূর্য্যকে ডেকে বলতাম
তুমি কেন রাতে আমার কাছে থাকনা?
উষ্ম শীতল অঙ্গীকার চোরা পথে আঁচলে মুখ ঢাকে
আদরের লাল পূর্ব , তোমার প্রেম
বাতিদান হাত তুলে ডাকে
বড় বেশি ইচ্ছে হয় রাখি কাছে ।
৩
কেন আমাকে এত ভালবাসতে ?
কেনই বা অপেক্ষা গায়ে মেখে দ্বিধার
হাত সরিয়ে নিলে ।
নিরব অনুচ্চারিত এতটুকু প্রেম ছায়া ।
কি দাম পেলে
কতটুকু বা দিতে পারলে আমাকে ,
আমার সামনে একটা আদর্শ ছিল
তোমার কি ছিল ? জবাব দাও ।
৪
অবশ্য এও সত্য
ভাঙা গড়ার অধিকার শুধুই তোমার ছিল , ছিল না আমার ।
আমি চাই , তা মেনে নিতে শতছিদ্র নিয়মটি
বাস্তব ছিল বড় যন্ত্রনার ,বড় মোহরূপী
চলতে চলতে হারিয়ে যাওয়া ।
হিসেব দাও , বুক পেতে মেপে নেব
আর কেউ না জানলেও-
তুমি তো জানতে ……
৫
যদি সত্যি সত্যি হারাতে হয় তোমাকে
তবে , সূর্য্যের নীচে এসে দাঁড়াব
আলো আর শক্তির রহস্য জানতে
যে আলোর দিশা দিয়েছিলে অন্ধকারে
বিশ্বাস মেখে আকাশ ছোঁব জেনো
আমার সর্বাঙ্গ দিব , নেব তোমার নিশ্বাসের গন্ধ…
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১২