* মুসলিম আস্তিক হলে মঙ্গলের জন্য সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে। তার জন্য নামাজ আছে, দোয়া আছে।
* নন মুসিলম আস্তিক হলে চাইতে হবে তার স্রষ্টার কাছে। তবে কোন যাত্রার (যেমন - রথ যাত্রা) মাধ্যমে যদি কল্যাণ, মঙ্গল কামনা করার নির্দেশনা থাকে তাহলে সেটা ভিন্ন ব্যপার। কিন্তু সেটা একটা জাতির নববর্ষের উৎসবে অনুপ্রবেশ করানো ঠিক হবে না।
* নাস্তিক/মুক্তমনা তো সব কিছু বিশ্বাস করে তার যুক্তি, বিজ্ঞান দিয়ে। কাজেই তার জন্য তো প্রকৃতির কাছে মঙ্গল কামনা করা বা নতুন বছরে ভালো চাওয়ার কিছু নেই। তাও সেখানে মুখোশ, পেঁচার মত জড় পদার্থের ব্যবহার! বলা যায় অযৌ্ক্তিক একটা কান্ড।
তাই বলা যায়, মঙ্গল শোভাযাত্রা করলে আস্তিক আর নাস্তিকের বৈশিষ্ট্য চরমভাবে ক্ষুণ্ণ হবে! মুখোশ, পেঁচাবিহীন বৈশাখী(মঙ্গল না বলে) শোভাযাত্রা করলে আস্তিক, নাস্তিক দুই পক্ষের স্বার্থই রক্ষা হয়!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৪