শ্যামল কান্তির ঘটনার পর মুক্তমনা ফেসবুক সেলিব্রেটিরা খুব সরব ছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের এই একটা মজা। তাদের সামান্য কিছু হলেই তাদের চাইতে বেশী আবেগ দেখায় সংখ্যাগুরু মুসলমানেরা। তবে একই দেশের নাগরিক হিসেবে এটা খারাপও নয়। যদিও পাশের দেশগুলোতে সংখ্যালঘু মুসলমানের জন্য সংখ্যাগুরু দের আবেগ, মায়াকান্না তেমন দেখা যায় না।
ঘটনার পর সেলিম ওসমানের একটা মোবাইল কথোপকথন বের হয়। সেখানে উনি গালাগালি করে কথা বলছিলেন কারো সাথে। এটা নিয়ে মুক্তমনা ফেসবুক সেলিব্রেটিরা খুব পচালো উনাকে। উনি কয়টা গালি কতবার দিয়েছিলেন এটারও পরিসংখ্যান দিয়েছিল এই সেলিব্রেটিরা। তার পর হেফাজতের সমাবেশে ঐ ছাত্রের গায়ে কেন নতুন পাঞ্জাবি (হাস্যকর) ছিল তা নিয়েও তারা ছবি আপলোড করে!
যা হোক, এক মাঘে শীত যায় না। মুক্তমনারা যদি বুদ্ধিমান হয়, তাদের বিরোধীরাও কেন হবে না। দেশ তো একটাই। তারা আরেকটি মোবাইল কথোপকথন ছেড়ে দেয়। এবার শোনা যায়, শ্যামল কান্তি সেলিম ওসমানকে 'ভগবান' ডাকছেন। এই কথার রেশ কাটতে না কাটতেই অনলাইনে আরেকটা ছবি প্রকাশ পায়। যেটাতে দেখা যায় শ্যামল কান্তিকে মন্ত্রী নাসিমের পায়ে লুটিয়ে পড়তে। মানে, মুক্তমনাদের এক ক্লিপ ও এক ছবির বিপরীতে অমুক্তমনাদের এক ক্লিপ ও এক ছবি।
তবে আফসোস, পরের ক্লিপ আর পরের ছবি ঐসব মুক্তমনা ফেসবুক সেলিব্রেটিরা আপলোড দেয়নি। আর এ ব্যপারে কোন কথাও লেখেনি তাদের ফেসবুক ওয়ালে। কী আর করা। লজ্জায় বলার ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা সাধারণ মানুষ দুই পক্ষেরই কার্যক্রম দেখছি। তারপর সাদাকে সাদা, কালোকে কালো বলছি বিচার বিবেচনা করে। ঐসব সেলিব্রেটিদের মত এক চোখ কানা থাকেনা আমাদের!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ রাত ৮:২৫