আপনার হাতে কী সময় নষ্ট করার মত সময় আছে ? আপনি কি ইস্যুবিহীন মারামারি কাটাকাটি পছন্দ করেন ? আপনি কী চিন্তা করেন, বড়সড় তারকারা প্রায়ই কেন আবজাব ছবি করে আমাদের সময় নষ্ট করেন ? যদি প্রশ্নগুলোর উত্তর হ্যা হয়, তবে দেখতে পারেন সালমা হায়েকের নতুন সিনেমা Everly.
ছবির শুরুতেই বিনা সূতার (!) সালমা হায়েক কে দেখতে পাবেন অফস্ক্রিনে গ্যাং রেপের পরে বাথরুমে পড়ে থাকতে। পরক্ষণেই গড-ফাদার সিনেমার মত বাথরুম থেকে পিস্তল এবং ফোন বের করে তার মাকে ফোন করার চেষ্টা করতে । এর পরেই শুরু হয় গোলাগুলি, খুনোখুনি। Everly কোত্থেকে এত ভাল গুলি চালানো শিখলো সেটা এক রহস্য। শুরু হয় ইয়াকুজা নামের এক ঘৃন্য গ্যাং এর বিরুদ্ধে এক মায়ের সংগ্রাম। যে সংগ্রামের ভাষা লেখা হয়েছে বন্দুকের গুলিতে। আপনি যদি ভাবেন যে টারান্টিনোর kill bill দেখতে চলেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনি ভুল সিনেমায় প্লে করেছেন! এটি কোন মায়ের প্রতিশোধের গল্প নয়, কোন আন্দোলনের জন্যে বলি হওয়ার গল্প নয়, কেবলই নিজের মেয়েকে একটু ভাল ভাবে বাঁচিয়ে রাখার গল্প, নিজে আরেকটু সময় বেঁচে থাকার গল্প।
পুরো সিনেমার শুট হয়েছে একটি এপার্টমেন্টে। এটি একটি উল্লেখযোগ্য দিক। আরেকটি উল্লেখযোগ্য দিক হল পুরো সিনেমায় প্রথম কয়েক মিনিট বাদে সালমা হায়েক টপ আর ইয়োগা প্যান্ট পরেই অভিনয় করেছেন!
একই ধরনের প্লটে জ্যাসন স্ট্যাথাম অনেক সিনেমা করে ফেলেছে, যেখানে গল্প কম, মারামারি বেশি! বা কদিন আগে দেখা কিয়ানু রিভস এর john wick এর কাহিনীও বলার মত কিছু না। কেবলই মাইর। ইস্যুবিহীন হরতাল, অবরোধের মত মাইর! তো উনারা পুরুষ হয়ে মারামারি করবে, নারীরা পেছনে পড়ে থাকবে কেন, তাই না ? সেজন্যেই হয়ত সালমা হায়েকের এই মহতী উদ্যেগ! জাগো নারী, মারো নারী! সালমার মুভির বায়োডাটায় আগে একশন জানরার মুভি বলতে ছিল কেবল Bandidas. তাঁর বায়োডাটাও এই সিনেমার বদৌলতে সমৃদ্ধ হল।
সবশেষে, ১ঘন্টা ৩২ মিনিট ধরে কেন দেখবেন এই সিনেমা? উত্তর, আপনি উরাধুরা একশন পছন্দ করেন। আর সালমা হায়েকের জন্যে ! আমি নিজে অন্তত সেজন্যই দেখেছি। যে ছবির ট্রেলার দেখলেই অনেকটা বোঝা যায় যে সিনেমায় কী হতে চলেছে তাও কেবল তাঁর জন্যেই দেখেছি। ছোট বেলার ভাল লাগার রেশ কী এত সহজে যায় !
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০