আপনি একজন দেশপ্রমিক। যখন আপনি...
এসি গাড়ির ভেতর বসে থাকবেন, জানালার স্বচ্ছ কাচ দিয়ে বাইরের নোংরা ডাস্টবিন দেখবেন,বাসের হ্যান্ডলে ঝুলতে থাকা মানুষ দেখবেন। গাড়ি থেকে বের হয়ে আবার এসি রুমে ঢুকবেন। আপনার সহযোগীরা সব টিপটপ,পরিপাটি,স্টাইলিশ। হাতে দামী স্মার্টফোন। মুখে বাংলা ইংরেজী মিশ্রিত 'টক'! কে কোথায় কীভাবে কতদূর যাবে তার ভবিষ্যত পরিকল্পনা। রুমে ঢুকে দেখবেন কারেন্ট নেই, কয়েক সেকেন্ড লাগে আইপিএস চালু হতে, সে কয়েক সেকেন্ডকেও মনে হয় কয়েক যুগ! দুপুরে লাঞ্চে 'স্বপ্ন' সুপার শপ থেকে 'কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজারে' রান্না করা খাবার, তা না হলে নব্য গজিয়ে ওঠা কোন রেস্তোরায় যাওয়া। বিল নিয়ে চিন্তা করতে হয় না, ক্রেডিট কার্ড আছে না ? কাজ শেষে আবারও এসি রুম থেকে বের হয়ে এসি গাড়িতে বাড়ি এসে আবার এসি রুমে ঢোকা। বাক্যগুলোর মাঝে এসি শব্দটা বাদ দিলেও আপনার দেশপ্রেমের পরিমাণ এতটুকু কমবে না !
আপনি দেশপ্রমিক না। কারণ আপনি...
আধা ঘন্টা বাসের জন্যে দাঁড়িয়ে থেকে এক ঘন্টা যুদ্ধ করে বাসে উঠে এক গজ জায়গায় এত মানূষ কীভাবে দাঁড়িয়ে থাকে চিন্তা করতে থাকেন। আপনার নাকে ডাস্টবিনের পুঁতিগন্ধ এত মানুষের ঘামের গন্ধ পেরিয়ে আপনার নাক অব্দি পৌঁছতে পারেনা। আপনি লাঞ্চে খান বাসি পাউরুটি, আধগলে যাওয়া কলা বা হয়ত পচা আলু দিয়ে বানানো দুইটা সিংগারা(যদি পান)।আপনার সহকর্মীরা আনস্মার্ট, ক্ষ্যাত, কে কারে কীভাবে ল্যাং মেরে, ঘুষ দিয়ে দ্রুততম উপায়ে জায়গামত পৌঁছতে পারবে সে চিন্তায় মগ্ন। আপনার রুমে কারেন্ট চলে গেলে ফ্যান ঘোরে না, গরমে ঘামতে ঘামতে দেশের গুষ্টি উদ্ধার করেন আপনি। কাজ শেষে যেভাবে গিয়েছিলেন আবারও সেভাবে বাসায় ঢুকে দেখেন পানি নেই, গ্যাস নেই, রান্না হয়নি।
আপনি একজন দেশপ্রেমিক কারণ...
আপনার লোকাল বাসের হ্যন্ডলে ঝুলতে হয় না,পচা বাসি খাবার খেতে হয় না।আপনি একজন দেশপ্রেমিক, তাই ফিটনেস সার্টিফিকেট চেক করার নাম নিয়ে যাত্রীদের দুর্দশা চিন্তা করেন না। যদিও এই পাবলিক ট্রান্সপোর্ট এই রাস্তায় চলার অনুমতি আপনার বিটিআরসিই দিয়েছিল! আপনি একজন দেশপ্রেমিক কারণ আপনি এই আনফিট পাবলিক বাসগুলো বন্ধ করার আগে বিকল্প ব্যবস্থা চিন্তা করার সময় পাননি! আপনি একজন দেশপ্রেমিক কারণ আপনি একজন মন্ত্রী,নেতা,বড় ব্যবসায়ী, নামী কর্পোরেট,লেখক,ফেইসবুক সেলেব।
আপনি একজন দেশপ্রেমিক না, কারণ...
এ দেশে রাজাকার সর্দারের জানাজার অনুমতি দেশের জাতীয় মসজিদে করার অনুমতি দেয়া হয়। আর সে জানাজায় হাজার মানুষের উপস্থিতি আপনাকে কষ্ট দেয়। আপনি একজন দেশপ্রেমিক না, কারণ ফেবু সেলিব্রেটি আরিফ আর হুসেনের মত আপনি বলতে পারেন না যে আপনার দেশের মানুষ অনেককক কিউট! এতই কিউট যে ২ বছর আগের ফেসবুকের শ্রষ্টার বিয়ের ছবিতে গিয়ে নিজেকে, নিজের দেশকে হাস্যকর এবং অসভ্য সব কমেন্ট দিয়ে ডুবিয়ে দিয়ে আসে। আপনি একজন দেশপ্রেমিক না কারণ আপনার দেশের লেখক জাফর ইকবাল যখন কাঁপা গলায় বলেন, উনাকে সবাই চেনে হুমায়ুন আহমেদের ভাই হিসেবে, এবং তিনি এতে গর্ববোধ করেন ! কই ছিল উনার গর্ববোধ যখন শাওন-হুমায়ূনের ঘরে তাদের প্রথম কন্যা লীলা মারা যায়! হুমায়ূনের মা বাদে পরিবারের কেউ সে ঘোর বিপদে তার পাশে দাড়ায়নি। হুমায়ূন হাসপাতালে একা একা কেদেছিলেন, পাশে কেউ ছিলনা। এ কষ্টের কথা তিনি নিজে বইয়ে লিখে গেছেন।
দেশের দুই নেত্রী দেশপ্রেমিক, এরশাদ দেশপ্রেমিক। জ্বী, তারা দেশপ্রেমিক কারণ তাদের লোকাল বাসের হ্যান্ডলে ঝুলতে হয়না। কারেন্ট চলে গেলে ৩ টাকার মোমবাতি ৩৫টাকায় কিনতে হয় না। বৃষ্টির দিনে ২০ টাকার রিকশাভাড়া ৫০টাকা দিতে হয়না।তারা সিস্টেমের বাইরে থেকে সিস্টেম নিয়ে দিবাস্বপ্ন দেখেন। তারা এদেশ নিয়ে স্বপ্ন দেখেন, যেমন দেখেন গাড়ির জানালা দিয়ে নোংরা ডাস্টবিন।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫