৮৬ বছর বয়স্ক বেলারুস কনস্টানটিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে জীবিত ফিরে আসা মানুষটি অপেক্ষা করছেন বাকি কমরেডদের জন্যে। প্রতি বছর বিজয় দিবসে গোর্কি পার্কে(মস্কো, রাশিয়া) আসেন তিনি।
সোমবার, মে ৯, ২০০১। ওই বছর ওই ইউনিটে একমাত্র তিনিই জীবিত, অপেক্ষায়; যদি কেউ আসে---
হাবল ডিপ ফিল্ড দিয়ে পরিলক্ষিত অযুত-নিযুত গ্যালাক্সি। ১০ বিলিয়ন বছর আগেও যেভাবে ছিল
মঙ্গল গ্রহে সূর্যাস্ত। ২০০৫ সালে রোভার স্পিরিট থেকে তোলা।
নর্দান আয়ারল্যান্ডে এক সৈনিক বোম ডিফিউজ করতে যাচ্ছে
নীল আর্মস্ট্রং। মুন ওয়াকের পর।
সেই মুহূর্ত যখন এই জিইয়িশ কে মৃত্যুদন্ড দেয়া হয়নি, জীবিত ছেড়ে দেয়া হয়েছে।
দামী রেস্তোরার ঠিক বাইরে এক গৃহহীন। ভেতরে আনন্দযজ্ঞ। মিলওয়াকি, আমেরিকা। ইগ্নোরেন্স ইস ব্লিস---
নাৎসি র্যালি, নুরেমবার্গ ১৯৩৭।
ছবিটি তুলেছেন নভোচারী মাইকেল কলিন্স। যখন ছবিটি তোলা হয় তখন তিনি একমাত্র মানুষ যিনি পৃথিবীর বাইরে জীবিত এবং ছবির ফ্রেমে উপস্থিত নেই। তাঁর অন্য দুই সহযোগী ছিলেন অলড্রিন এবং নীল আর্মস্ট্রং।
লিথুনিয়াতে দুর্ঘটনাবশত এক ৮ বছর বয়সী নিহত হবার পর
আর্মেনিয়ান জেনোসাইড ১৯১৫। এক আর্মেনিয়ান অফিসার এক টুকরো রুটি দেখিয়ে মজা করছেন।
এক ফিলিপিনো রাজনীতিবিদ নিহত হবার ঠিক আগে তার পরিবারের ছবি তুলছিলেন। ছবির সর্ববামে আততয়ীকে দেখা যাচ্ছে।
দুই ইঞ্জিনিয়ার নিহত হয়েছিলেন যখন এই উইন্ডমিলে আগুন লেগে যায়। এটিই সম্ভবত তাদের তোলা শেষ ছবি। অক্টোবর ২৯,২০১৩।
চায়নার ট্রেন স্টেশনে মৃতের জন্য প্রার্থনা করছেন এক বৌদ্ধ ভিক্ষুক। লোকটির মৃত্যু স্বাভাবিক কারণেই ঘটেছিল।
সুনামির পর দিশেহারা এক তরূণী। জাপান ২০১১।
ছেলে তার মদ্যপ বাবাকে উঠানোর চেষ্টা করছে।
গোল্ডেন গেইট ব্রিজে লোকটি সুইসাইড হটলাইনে ফোন করছে।
"ভিনিতসার শেষ জিউ" নাৎসি ডেথ স্কোয়াডের এক সদস্য গুলি করার পূর্বমুহূর্ত। ভিনিতসা,ইউক্রেন ১৯৪১। এই ভিনিতসায় ২৮০০০ জিউয়িশ কে হত্যা করা হয়।
ঢেউখেলানো আকাশ
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৬