একজন নতুন যাত্রীর সাথে কথোপকথনঃ
আমিঃ আপনি কি নতুন যাচ্ছেন?
নতুন যাত্রীঃ জি
আমিঃ ভিসায় কত টাকা খরচ হয়েছে?
নতুন যাত্রীঃ ২,২০,০০০/= টাকা মাত্র
আমিঃ কি কাজ করবেন/বেতন কত?
নতুন যাত্রীঃ আমার বন্ধূ ভিসা দিয়েছে, দোকানের ভিসা, বেতন ৬০০ দিরহাম (টাকায় ১১৪০০) থাকা ও খাওয়া দোকানের মালিক বহন করবে..
আমিঃ পকেট খরচ আছে ২০০ দিরহাম,, বাদ দিয়ে ৭৬০০টাকা থাকবে আর ভিসার টাকা উসুল করতে প্রায় আড়াই বছর সময় লাগবে..
নতুন যাত্রীঃ কি করবো..বিদেশ দেখতে মন চাইলো তাই .....
আমিঃ এত টাকা খরচ না করে দেশে কিছু একটা করতে পারতেন...
নতুন যাত্রীঃ আপনার মত কেউ বলেনি তাই......
সারজাহ এয়ার পোর্টে আমাদের মর্যাদাঃ
ইমিগ্রিশন কাউন্টারের যাওয়ার আগে বাংলাদেশী যাত্রীদেরকে তিন লাইন করে দাড় করে রাখে..(অন্য দেশের যাত্রীরা এই দৃশ্য দেখে অনেক মজা করে) তারপর কারা নতুন আর কারা পুরাতন আলাদা হতে বলে.. তারপর সবাইকে একটা ফরম দেয় (আইটেস্ট ফরম) সবাইকে আই টেস্ট করে ইমিগ্রিশন কাউন্টারের যেতে হয়েছে। ইমিগ্রিশন অফিসারদের ব্যবহারে আমি অবাক হয়েছি.. বেশীর ভাগ যাত্রী অশিক্ষিত হওয়ার কারনে তাদের কথা বুঝতে পারছিল না তাই .. একজন যাত্রীকে ইমিগ্রিশন অফিসারকে বলতে শুনেছি.. এইসা তাপ্পর মারেগা........
ভাষাগত সমস্যার কারনে আমাদেরকে প্রবাসে এইভাবেই অপমানিত হতে হয়..