
[sb]একজন মানুষের তার সম্পদে আসল অংশ কতটুকু?
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ মানুষ বলে, আমার মাল, আমার সম্পদ। অথচ তার সম্পদের মধ্যে কেবল তিনটি (খাতে ব্যয় করার) সম্পদই হচ্ছে তার আসল সম্পদ।
১. যা সে খেয়ে ফেলল এবং শেষ করে দিল,
২. যা পরিধান করল এবং পুরাতন করে ফেলল,
৩. যা দান করে দিল এবং (আখিরাতের জন্য) সঞ্চয় করে রাখল। এর বাইরে যে সম্পদ রয়েছে তা সে লোকদের জন্য রেখে চলে যাবে। (মুসলিম)
সম্পদ কম থাকলে হিসাবের ঝামেলাও কম হবেঃ
মাহমূদ ইবনে লাবীদ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (সঃ) বলেছেনঃ আদম সন্তান দু'টি জিনিষকে অপছন্দ করে, অথচ তার জন্য এগুলো ভাল।
১. মৃত্যুকে সে অপছন্দ করে অথচ মুমিনের জন্য ফিতনার চেয়ে মৃত্যুই ভাল,
২. অর্থ-সম্পদ কম হওয়া সে অপছন্দ করে, অথচ সম্পদ কম হলে আখিরাতের হিসাব ও কম এবং সহজ হবে। (মুসনাদে আহমাদ)