
মাস্টাস ডিগ্রী ও এম বি এ পাশ করে আপনারা নিম্মোক্ত সাইট থেকে চাকরীর খোজ-খবর নিতে পারেন। (তবে একাউন্টস ও ব্যাংন্কে জব করার জন্য অবশ্যই অনর্গল ইংরেজীতে কথা বলতে হবে। বেতন সর্বনিন্ম ২০০০ দিরহাম থেকে ১০০০০ দিরহাম পর্যন্ত বা আরো বেশী ও হতে পারে) ১ দিরহাম = ১৮.৭৫ টাকা।
Click This Link
http://www.gnads4u.com/jobs
ডিগ্রী পাশ করে ও ভাল জব পাওয়া যায়। যেমনঃ একাউন্স , সেলস, অফিস এসিসটেন্স, রিসিপশন ও অন্যান্য। তবে ইংরেজী, হিন্দী জানতে হবে। কম্পিউটার জানতে হবে। আর আরবী জানতে আরো ভাল হয়। বেতন সর্বনিন্ম ১৫০০ দিরহাম থেকে ৫০০০ দিরহাম বা আরো বেশী হতে পারে।
হো্টেল ম্যানেজমেন্ট কোর্স সম্পর্ন করেও ভাল চাকরী পাওয়া যায়। কারন ইউ এ ইতে হাজারো আবাসিক হোটেল আছে। আর হার্ডওয়্যার ও নেটয়ার্কিং এ ভাল জব আছে।
বর্তমানে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানী অনেক বাংলাদেশী ড্রাফসম্যান হিসেবে কাজ করছে। যাদের বেতন ২০০০ থেকে ৮/১০ হাজার পর্যন্ত।
ইউ এ ই তে ওয়াটার ও ইলেকট্রিসিটি ডিপাটমেন্টে হাজার ও বাংলাদেশী ইনঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে।
আর যাদের টাকা আছে তারাও ইউ এ ই তে ইনভেস্ট করতে পারেন। এখানে ব্যবসা করলে কাউকে চাঁদা বা চুরি-ডাকাতির ভয় নেই।
তাই বেকার বসে না থেকে ইউ এ ই তে প্রবাসী হোন । আর দেশ-তথা পরিবারকে সুখে-শান্তিতে রাখুন।
শূধু মাত্র বেকার ভাইদের জন্য...........................
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০