
আনন্দে থাকুনঃ
১. প্রকৃত বাস্তবতাকে মেনে নিন।
২. সামনে এগিয়ে চলুন।
৩. পেছনের জীর্ণশীর্ণ্ অতীতকে ভূলে যান।
৪. প্রচুর আনন্দ, উচ্ছলতার মধ্যে থাকুন।
৫. হাসি, আনন্দ, শিথিলতা এসব কিছু দেহ ও মনের জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করে। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন।
৬. নিজেকে নিজের মত ভাবুন না? জগতটাকে রাঙিয়ে নিন।
৭. আপনি কেন পারবেন না আপনার মতো হতে? জীবনের প্রতিটি মুহুত্ব বাচুঁন। আপনার জীবনের প্রতিটি ক্ষণই হোক আপনার মতো!
নিজেকে ভালবাসুনঃ
১. যে কোন কাজে সাফল্য অর্জনে প্রয়োজন প্রবল আত্ববিশ্বাস। এজন্য নিজেকে ভালবাসুন, নিজের উপর আস্থা রাখুন।
২. অন্যকে নিজের মত গড়ে তোলা যতটা কঠিন, নিজেকে অন্যের মত গড়ে তোলা ততটাই সহজ। তাই সভ্য আচরণগুলোকে প্রশ্রয় দিন ।
৩. যাকে নিজের আদর্শ ভাবেন তাকে অনুসরণ করুন।
আরো কিছু ফ্রি টিপস
১. অপরাধ থেকে নিজেকে গুটিয়ে ফেলুন।
২. ভালোমন্দ বিবেচনা করে জীবনযাপন করুন।
৩. অপরকে কাছে টেনে নিন।
৪. অপরের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলুন।
৫. নিজের ভাব মনে চেপে রাখবেন না।
৬. আপনজনের কাছে আপনার দুঃখ, হতাশা শেয়ার করুন।
৭. অন্যের দুঃখ, সুখে ভাগীদার হোন।
৮. সামাজিক মনোভাব নিয়ে খুলে দিন আপনার মনের জানালা। দেখুন, সবাই কেমন করে আপনাকে কাছে টেনে নিচ্ছে।
৯. কথা কম বললে ভাল না হোক ক্ষতির সম্ভাবনা কম থাকে।
১০. জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। তাই বেশী করে বই কিনুন এবয় বই উপহার দিন ।
আর দেশকে/দেশের গরীব মানুষদেরকে ভালবাসুন।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২০