
পৃথিবীতে আসলে কেউ কারো নয়, জীবনটা হচ্ছে সিনেমার সুটিং স্পট। এবং আমরা সবাই অভিনেতা। প্রয়োজন মত সবাই সবার আপন, প্রয়োজন শেষে সবাই একা। এটাও সত্য যে সুখের সময় সবাইকে দেখা যায়, কিন্তু দুঃখের সময় কাউকে দেখা যায় না। দুঃখ টা হচ্ছে একান্ত নিজের। মানুষের সঙ্গে আকাশের তুলনা করা যায়, রাতে আকাশের বুকে তাঁরা দেখা যায়, সকালে আর দেখা যায় না। দিনে সূর্য দেখা যায়, রাতে দেখা যায় না। মানুষ আকাশের মতই একা।
সব কিছুর পরও মানুষ বেঁচে থাকে। কাউকে ভালবেসে সুখ পায়, দুঃখ পায়, জীবনে সফলতা পায়, আবার ব্যর্থ ও হয়। আবার ও আশার কাজল চোখে একে সামনে এগিয়ে যায়, এটাই জীবন, এটাই বাস্তব, এবং সত্য।।।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬