আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত ভাষা দিবস ৮ই ফাল্গুন,
অনন্দ উদযাপন আল্পনার বন্যা কন্ঠে আগুন।
কালো পাঞ্জাবি, ফুলেল শ্রদ্ধা মিনার বেদি জঞ্জাল,
চোখ কচলিয়ে শিশু-বৃদ্ধ, খালিপেটের সকাল।
মাড়িয়ে বর্ণমালা, নৃত্য সাজসাজ রব পুলকের গুঞ্জন,
ভারী বেইজ, ওপারের গান বাজে কর্কশ কুঞ্জন।
ভোটকা টিপ, শাড়ির আচল, চুরি-বালা টুংটাং,
একদিনের এ মহোৎসব সচেতন মানসে ভুংভাং।
নেক্সট-ডে গ্লোবাল যুগ লিনকিন পার্ক হলিউড,
সিরিয়ালচর্চা বন্ধুদেশের, মগজে দাদাবাবু ইনপুট,
সংস্কৃতি সভ্যতা ইতিহাস পাতিহাস কাক,
কে আমি অচেনা! এক রাতে বিশাল ফারাক।
ইনফেরিওরিটি জটিলতা, আত্মপরিচয়ে দুরারোগ্য,
বাংলার ফালুদা! ভাটুরে-দোসা অতিভোগ্য,
রোনালদো-মেসি, পেগ আরকে স্মার্ট সাজ,
নতুন নিঃশব্দ শপথে জাতে ওঠার কারুকাজ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪