কি আসে যায়?
শব্দ-দাহনে দুস্থ শিশুর মৃত্যুতে!
অগ্নি-নিনাদে ক্ষুদে ব্যবসয়ীর সর্বস্ব হলে খাক?
মাদক-স্ফুলিঙ্গে কোন নিষ্পাপ নারী খোয়ালে সম্ভ্রম?
পাশ্চাত্য সংস্কৃতিকে ক্ষ্যাত বলার সাহস আছে কার?
ধী ভেসে যায়
মিথ্যা-স্বর্গের নর্দমার কু-প্রবৃত্তিতে!
সবে লেজহীন ইরেকটাসের উত্তরসূরী হয়ে যাক,
"কে পারে ঠেকাতে?"-উন্মাদ হাসি এদের চোয়ালে।
জীবনের অতিমূল্য সময় পুড়িয়ে নিজেরাই ছারখার।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১:১৪