ফাগুনে তুমি আগুন ঝরা রূপঝলমল
গুনগুন সুখী গান, আমি অশ্রু-সজল..
লাস্যময়ী সহাস্যমুখ, দেখছে লোক দেখুক
আমার জন্য রেখেছো কি একটুকু সুখ?
শাড়ির আচলে ধুলিকা দেখে বিষণ্ণ হয় মন
আমার মনে জমছে ব্যাথা ভেবেছো কখন?
পথে পথে গনগনে তাপ সহ্য হয় রবির
এক ঝলকের অভিমানই অসহ্য এই কবির?
চোখ মেলে দূর হতে দেখি তোমার রঙমেলা,
সকাল দুপুর গড়িয়ে যায় বসেথাকি সাঁঝবেলা,
আসবে হয়তো খোঁজ নিতে, কইতে রঙিন কথা,
অবশেষে শূণ্য আমার, সব আশাটাই বৃথা...
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭