ভারতে এংলো ইন্ডিয়ান নাম একটি জাতি আছে ।যাহারা ইউরোপিয়ান কিম্বা ইউরোপিয়ান - ভারতীয় শঙ্কর জাত ।কলকাতার "ব ব্যারাক " অঞ্চলে এদের দেখা যায় ।বাংলাদেশে এদের অস্তিস্ব আছে কিনা জানি না ।তবে ভারতে এরা কয়েক লক্ষ আছে ।
ইংরেজ রা এই দেশ ছেড়ে যাবার সময় দেশটির ভাগ বাটোয়ারা করে ,যেমন মুসলিম দের জন্য পাকিস্তান ,আর বাদবাকি ভূমি খন্ডটা বাদবাকি সমস্ত জাতি দের জন্য ।
এখানেই শেষ হয় নি ।এর পরেও ইংরেজদের আমাদের জন্য চিন্তার শেষ ছিল না ।তারপরেও যাতে ভারতের সখ্যালঘু যারা আছে তাদের জন্য সংরক্ষণ এর ব্যবস্থা করে গেছে ।যেমন এই এংলো ইন্ডিয়ানরা কোনো নির্বাচনে না জিতেই জাতীয় সংসদে দুটি আসন নিতে পারে ।সেই ধারা এখনো চলছে ।এটা ইংরেজদের অবদান ।নিজেদের জ্ঞাতি ভাই দের জন্য কত চিন্তা ।
একই প্রস্তাব ইংরেজরা পার্সিদের কেও দিয়েছিল ।পারসী বা পার্সিরা তখন জবাব দিয়েছিল "আপনারা (ইংরেজ ) আসার অনেক আগেই আমরা এই দেশে এসেছি ।এই দেশ আমাদের ।গত সহস্র বছরের ইতিহাসে আমরা এখানে কোনো অত্যাচারের মুখোমুখি হই নি ।সুতরাং আমাদের জন্য আপনাদের চিন্তা না করলেও চলবে "
কিন্তু কথা হলো এই পার্সি কারা ?
এরা হলো জরাথুস্তের অনুগামী এবং অগ্নি উপাসক এবং ইরানের আদি বাসিন্দা ।শ্রদ্ধেয় ব্লগার ইমন জুবায়ের অনার এই পোস্টে পারসীদের ইতিহাস তুলে ধরেছেন Click This Link ।যাই হোক তিনি ছিলেন বিখ্যাত ব্লগার ,আমার সে দায় নেই । তাই ইতিহাস কে স্পষ্ট ভাষায় বলা যাক ।
পারসী রা ইরানের আদি বাসিন্দা ।ইরানে আরবদের আক্রমনের পর ইরান কে দারুল ইসলাম বানানোর পরিকল্পনা হতে থাকে ।সুতরাং পার্সিরা নিজেদের বাচবার জন্য ভারত অভিমুখে যাত্রা করে ।তারা গুজরাতে গিয়ে সেখানকার মহারাজের কাছে আশ্রয় ভিক্ষা করে এবং সেই সাথে একটি শর্ত ও রাখে ।তারা যে পবিত্র অগ্নি সাথে করে এনেছে তার প্রায় ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো পার্সি নয় এমন আসতে পারবে না ।মহারাজ শর্ত মেনে নেয় ,এবং সেই থেকে পারসী রা ভারতে শান্তিতে বসবাস করছে ।
পার্সি রা হলো প্রতিভাবান এবং কর্মঠ একটি জাত ।টাটা ,ভাবা(হোমি জাহাঙ্গীর ভাবা ) এরা সবাই পার্সি ।বলতে গেলে ইহুদিরা আমেরিকায় যে রোল প্লে করে ভারতে তা পার্সিরা করে ।
এখানে আরো একটি চিত্তাকর্ষক ঘটনা -বিংশ শতাব্দীর মাঝের দিকে মুম্বাই তে পারসী ব্যবসায়ী দের সাথে স্থানীয় ইংরেজ দের বিবাদ হয় ।তারা মুম্বাই ছেড়ে চিনের সাংহাই তে চলে যায় ।যাবার আগে প্রতিশ্রুতি দিয়েও যায় -তারা সাংহাই কে মুম্বাই এর থেকেও ভালো নগরী পরিনত করবে ।এবং সেই সময় বেশ কিছু রুশিয়ান ইহুদি রাও সাংহাইতে বসবাস শুরু করে । সাংহাই এর বর্তমান চিত্রটা আপনাদের সামনে ।
এই ইহুদিরাও একসময় ভারতবর্ষে এসেছিল ।ইসরাইলের সংবিধান থেকে কোট করছি "আমরা যখন আশ্রয়হীন হয়ে এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়াচ্ছিলাম এবং কেউই আমাদের আশ্রয় দিচ্ছিল না তখন একমাত্র ভারতবর্ষ আমাদের আশ্রয় দিয়েছিল ।"এটা একটা অভিনব ব্যাপার কোনো সংবিধান এ এভাবে অন্য দেশের উল্লেখ আছে কিনা জানা নেই ।এটা তাদের জায়ানিস্ট মনোভাবের পরিচয় বলেই মনে করি ।তবে ইসরাইল গঠন হবার পরে বেশির ভাগ ইহুদি ভারত ছেড়ে ইসরাইল চলে যায় । এখনো ভারতে প্রায় হাজার পাচেক মতো ইহুদি আছে যারা গুজরাতে বসবাস করে ।
এবার ভারতে মুসলিম আক্রমনের ইতিহাস ।এই ইতিহাসটা শিক্ষনীয়
অতীতে গান্ধার প্রদেশ বলে যে জায়গাটা ছিল সেটার এখন নাম "নর্থ ইস্ট ফ্রন্ট অফ পাকিস্তান "।
অর্থাৎ তালিবান অধিকৃত অঞ্চল ।মালালা যে অঞ্চলের মেয়ে ।তো গান্ধার এক সময় পুরো ভারতের মতই হিন্দু ছিল ,তরপর জৈন হলো ,তারপর আবার হিন্দু হলো ,তারপর বৌদ্ধ হলো ,তারপর আবার হিন্দু হলো আর এখন ইসলাম ।
এই ঞ্চলের মানুষেরা হলো গ্রিক এবং ভারতীয় দের সংকর ।এদের স্থাপত্য কলাও গ্রিক এবং ভারতীয় মিশ্র ।যা গান্ধার স্থাপত্য কলা নামে খ্যাত ।এই অঞ্চলের আদিবাসী দের আরো একটি সুনাম আছে ,তা হলো যুদ্ধবাজ ।
এই অঞ্চলের লোকেদের ব্যাপক অর্থে পাঠান বলা হয় ।
কয়েকজন বিখ্যাত পাঠান -
মুম্বাই এর সমস্ত গ্যাং ষ্টার ,তালিবান নেতা থেকে শুরু করে শাহরুখ খান ,সালমান খান ,আমির খান এবং বুম বুম আফ্রিদি এরা সবাই পাঠান ।
আমার এত কথা বলার উদ্যেশ্য হলো ধর্ম ,সমাজ ব্যবস্থা যাই পরিবর্তন হোক না কেন ,জাতি গত চরিত্র কখনো পরিবর্তন হয় না ।
তো মহম্মদ ঘড়ি (পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইল গুলি এনার নামে ,ওই যে বল্লাম জাতি গত চরিত্র ) এই পাঠান দের সাথে নিয়ে সেই সময় গুজরাট রাজস্থানের রাজা পৃথ্বিরাজ চৌহান কে আক্রমন করেন ।প্রথম বার পরাজিত হয়ে ফিরে যান ।
তো এই পৃথ্বিরাজ চৌহান আবার কাশ্মীরের রাজকুমারী সংযুক্তা এর সাথে প্রেম করতেন ।এবং এটা কাশ্মীরের রাজার না পসন্দ ছিল ।তো দ্বিতীয় বার যখন মহম্মদ ঘড়ি আক্রমন করেন ,তখন কাশ্মীরের রাজা বিশ্বাস ঘাতকতা করে ।এবং পৃথ্বিরাজ চৌহান পরাজিত হন ।
ইন্টারেষ্টিং ফ্যাক্ট - আজও কাশ্মীরের মেয়ে কে কোনো বাইরের রাজ্যের ছেলে বিয়ে করলে সেই মেয়ের কাশ্মিরে আর জায়গা হয় না ।এবং এটা ভারতের সংবিধানের ৩৭০ ধারায় নিশ্চিত করা হয়েছে ।যার জন্য কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আম্দুল্লাহ এর বোন ও যখন বাইরের রাজ্যের ছেলেকে বিয়ে করে তখন সেও তার বাপের বাড়ির সমস্ত সম্পত্তির উপর অধিকার হারায় |
কাশ্মীরের মুখ্য মন্ত্রী ও তার বোন ।
আগেই বলেছিলাম জাতিগত চরিত্র !!