"গুলিস্থানের মোড়ে বইসে বন্ধু বেচে পান,
ক্যাসেট বাজাইয়া শোনে মমতাজেরই গান"
-একজন দেখি ভ্যানের উপর দোকান দিয়ে এই গান
বাজাচ্ছে।কৌতহল নিয়ে গেলাম।
-মামা, কি বিক্রি করেন??
-পান।
-এইডাতো গুলিস্থানের মোড় না।মুন্সিপাড়ার মোড়।
-কিন্তু গানে এইডাই গায়, কি করমু!!!
-গান থামায়ে মাঝখানে বলেন, কিন্তু বন্ধু এখন
মুন্সিপাড়ার মোড়ে, আর
আপনিতো ক্যাসেটে প্লে করতেছেন না।
এমপিথ্রি প্লেয়ারে করতেছেন।এই গান আপনার
সাথে মোটেও যাচ্ছে না।
-!!!!(হা করে তাকায় আছে আমার দিকে

তারপর বলে, তা যাই হোক এইডা কবিরাজী পান।
খাইলে ৪৮ ঘন্টা মুখে সুগন্ধ থাকবো।
-৪৮ ঘন্টায় কমপক্ষে ৪ বার দাত ব্রাশ করি।আর
এতসময় থাকলে সুগন্ধ না দুর্গন্ধ

- কিন্তু এই পান আপনার
মুখে নিয়ে চিবানো লাগবো না।তিন মিনিট রাখবেন,
পান গলে যাবে।
-!!!!!এইডা কি পান না হাওয়ার মিঠাই!!!!! :/
-কি যে কন!!!!
-পান বাদ দেন, সংসদ সদস্যের
গানডা ভালো লাগছে।লিংক আছে নাকি????

-কি কন!!! কার সাথে লিংক!!!!
আমি আর কথা বাড়াইলাম না, বেটা আমার
দিকে হা করে তাকায় আছে

তয় সংসদ সদস্যের গান গুলান মাশাল্লাহ

লোকটারে এই ভার্ষনটা বলে দিয়ে আসা উচিত
ছিলো,
" মুন্সিপাড়ার মোড়ে বসে, বন্ধু বেচেপান,
এমপিথ্রি প্লেয়ারে বাজায় মমতাজেরই গান।"
