আপনার যদি জি-মেইল (gmail) এ্যাকাউন্ট খোলা থাকে তবে তাতে লগ ইন করুন। আর যদি না থাকে তবে এক্ষুনি একটা এ্যাকাউন্ট খুলে ফেলুন। জি-মেইল তার পর লগ ইন করুন।

ডকুমেন্টেস (Documents) এ ক্লিক করুন>গুগল ডকস (Google Docs) নামে নতুন একটি উইন্ডো খুলবে। ক্রিয়েট নিউ (Create New) বাটনে ক্লিক করে ডুকমেন্ট (Document) সিলেক্ট করুন।
এবার একটি খালি উইন্ডো ওপেন হবে। ইনসার্ট (Insert) মেনু হতে ইমেজ (Image) সিলেক্ট করুন। আপনার কম্পিউটার হতে ছবি যোগ করতে Choose File সিলেক্ট করুন। আপনি একই ভাবে আরো অধিক ছবি যোগ করতে পারেন।
এবার কন্ট্রোল এ (Ctrl-A), চেপে সিলেক্ট করে (Ctrl-C) চেপে কপি করে সরাসরি জি-মেইল এ্যাকাউন্টে কম্পোজ মেইলে গিয়ে নতুন মেইলের বডিতে পেস্ট (Ctrl-V) করুন। এবার প্রয়োজন অনুযায়ী তা টেক্সেটের মাঝে বসিয়ে দিন। এর পর সেন্ড আপনার বন্ধু বান্ধবদের কাছে। এ্যাটাসমেন্ট ছাড়াই।
ল্যাবস(Labs) জি-মেইলের একটি নতুন অপশন।

এই ট্যাবের অধিনে আপনি অনেক নতুন নতুন অপশন পাবেন যা আপনার মেইলকে আরো প্রাণবন্ত করে তুলবে। আপনি এটি পাবেন সেটিংস এর অধিনে। এখান থেকে আপনি টেক্সটের মাঝে অনায়াসে ছবি যোগ করতে পারবেন।
আপনি যদি এই ল্যাবস(Labs) না দেখতে পান তবে আপনি আপনার ব্রাউজার ভার্সন চেক করে নিন কেননা এটি সব ব্রাউজারে দেখায় না। Internet Explorer 7.0+, Firefox 2.0+, Safari 3.0+, and Google Chrome এই সকল ভার্শনে এটি দেখতে পাবেন। যদি ইন্টারনেট ইক্সপ্লোরার-৬ ব্যবহার করেন তবে এই ল্যাবস(Labs) ট্যাব এর সুবিধা পাবেন না।

এই ট্যাব সিলেক্ট করে ইনসার্ট ইমেজ ইনেবল্ড করলে ইনসার্ট ইমেজ এর টুলবারটি দেখতে পাবেন।
ঠিক নিচের মত। এবার উক্ত বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার হতে কিংবা নেট হতে ইউ আর এল দিয়ে সহজেই ছবি যোগ করতে পারেন মেসেজের বডিতে অর্থাত টেক্সটের মাঝে।

এখান থেকে আপনি মেসেজ বডিতে এ্যাটাচমেন্ট ছাড়াই ছবি যোগ করতে পারবেন।
রিচ টেক্সট অপশন সিলেক্ট করতে হবে। প্লেইন টেক্সট এ এই ফরমেটিং টুলবারটি পাবেন না।
দেখুন কেমন হবে আপনার ই-মেইল মেসেজটি

ধন্যবাদ ইন্জিনিয়ার ভাই আপনার সাহয্যের জন্য।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১২