শেষ রাতের বাস সেদিন আমায় নামিয়ে দিয়েছিল তোমার দেখানো স্টেশনে
গাঢ় অন্ধকারে নেমে অন্ধ হয়ে গিয়েছিলাম মিনিট খানেকের জন্যে
এরপর এক সময় অাঁধারে চোখ সয়ে এলে
ধীরে ধীরে দেখা শুরু করলাম
গাছ প্রকৃতির অবয়ব, মানুষের নড়াচড়া সবকিছু।
এখনও শেষ রাতের বাস নামিয়ে দেয় আমায় নাম না জানা স্টেশনে
তবে এখন আর মুহূর্তের জন্যে অন্ধ হই না
পরিষ্কার শুনতে পাই মানুষের চাপা হাসি, ক্লান্ত কুকুরের পায়ের শব্দ
জানো তো চোখের আলো চলে গেলে কানটা বড় তীক্ষ্ণ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০