সব আমার জন্যই ত
আজ আমার জন্যই বাসায় থেকে গেলে,
আমার জন্যই অফিস কামাই দিলে,
সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডাটাও বাতিল করলে।
হ্যাঁ। আমার জন্যই ত।
আমিই যে তোমার বাইকের চাবিটা রেখেছি ডিপ ফ্রিজে তুলে।
ভুলে!
হে চাকরি
এই গলির পথের ধূলি জানে
আমার জুতা ছেঁড়ার মানে!
স্লিপিং প্যারালাইসিস
ভেবেছিলাম বোবায় ধরেছে,
যাকে বলে স্লিপিং প্যারালাইসিস
ভুলটা ভাঙ্গল,
যখন সাদা কাপড়ে আমাকে মোড়ানো হল।
প্রাপ্তি
না হল বিচার, না হল দন্ড, না হল মুক্তি,
বিচারকের কাছে প্রশ্ন, তবে কি হল আমার প্রাপ্তি?
পৃথুলা
কেউ আকাশ সমান স্বপ্ন দেখে
কেউ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
আকাশ থেকে খসে পড়ার দুঃস্বপ্ন কেউ দেখে না।
মেয়েটির বাঘ পোষার স্বপ্ন ছিল।
কিন্তু ভেড়ালয়ে, বাঘ পোষা যে অপরাধ!
আমি কান পেতে রই
ক্ষতের গভীরে ব্যথারা এখন নতজানু। ফুঁসে ওঠে না। আর্তনাদ জানায় না। নীরবতার অভ্যর্থনায় সাড়া দিয়ে দুহাত ভর্তি শূণ্যতা পাই। তবু অবসাদ আসে না।
বিষাদ সংক্রমণ থেকে হৃদয়ও আরোগ্যের সীমানায়।
বিভৎস দুঃস্বপ্ন দেখেও এখন ঘুম ভাঙ্গে না।
অথবা হয়ত দুঃসপ্নের মাঝে হাটছি ভরদুপুরে।
ঘুমহীন চোখের ক্লান্তি আর রাশি রাশি জল, ঢাকা দিয়ে সানগ্লাসে।
আমি তোমার বেদীতে অর্ঘ্য দিয়ে যায়। তোমাকে ভালবাসা যে আমার নেশা। তাই ভালবাসি। ! মুমূর্ষু মন কান পেতে থাকে, যদি কোনদিন শুনতে পাই শুশ্রূষা মন্ত্র।
আমার যে অনেক কথা বলার ছিল। শোনার ছিল তারো অনেক অনেক বেশি!
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫