আমার অনন্ত দীর্ঘশ্বাস কখনো তোমায় ছুতে পারে না। এক ভিটেয় আবাস,
অথচ কতটা দূরবাসী আমরা!
এ বুকে শ্রাবণ মেঘের খেলা, আর তোমার মাঝে ঠাঠা দুপুরবেলা।
ঐ চোখ দুটোর বারমাস গ্রীষ্মপ্রীতি । সেখানে এক মানবী পোড়ানো খরা আছে, ক্ষত সৃষ্টির আঘাত আছে, কর্কশ অবজ্ঞা আছে। কিন্তু আমি পিয়াসী ছিলাম এক দীঘি শীতল জল আর ফুটে থাকা কমলের।
জানি। সব পিয়াসা মিটে না,
কখনো অনুভূতির জিহ্বায় লেগে থাকে শুধুই ব্যথার স্বাদ।
তুমি যাকে হিম বল, আমি বলি অগ্নিশিখা;
তুমি যাকে নীরবতা বল, আমি বলি বিভীষিকা!
বিভীষিকার সে দেওয়ালে তুমি একের পর এক ইট সাজাও,
ব্যাকুল গল্প কথারা আর্তনাদ করে দেওয়ালের ওপাশে।
তবে,
আগে কোনদিন বলিনি,বলব না হয়ত আর,
যত মধু, যত আলো, যত আনন্দ ছিল- আছে- থাকবে আমার
গুচ্ছ গুচ্ছ প্রেম হয়ে লুটাবে, হৃদয় দ্বারে তোমার।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬