জীবনের গোলা ভরে থাকে নানা রঙের কষ্টে;
মন কষ্ট হাতড়ায়, কষ্ট সাজায়, কষ্ট গোছায়,
কষ্টের বীজ বুনে দুঃখের আবাদ করে।
অথচ সুখ মুখ লুকিয়ে থাকে নাগালের মাঝেই।
জীবন ক্লান্তিকর দীর্ঘ পথ পাড়ি দেয় সুখের খোঁজে।
এ যেন আত্মভোলা প্রবীণের চশমা পরেই, চশমা খোজার মত!
কেন মন শামুকের হাসি হাসে বেদনার খোলস এটে, জানি না।
কেন বিষণ্ণ দুপুর স্বদর্পে রাজপথে হাটে, আর আকাশ ভাঙ্গা জ্যোৎস্নারাত নিভৃতে কাঁদে! জানি না।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৭