লোকে বলে ধন সম্পদ নাকি মানুষকে সুখী করতে পারে না। কিন্তু আমি বলি, পারে। কেউ কেউ হয়ত উল্টা প্রশ্ন ছুড়ে দিতে পারেন তবে সব ধনীরাই কি সুখী ? তার আগে আমার প্রশ্নের উত্তর দেন ‘সম্পদ’ শব্দটা কেন শুধু অর্থনীতির একার অধিকারে যাবে?
যেসব দ্রব্যের উপযোগ রয়েছে, জোগান চাহিদার তুলনায় সীমাবদ্ধ যা হস্তান্তরযোগ্য এবং বাহ্যিক সত্তার অধিকারী, তাকেই অর্থনীতিতে সম্পদ বলা হয়।
তাত্ত্বিক আলোচনার গোল পাকাচ্ছি না। শুধু জিজ্ঞেস করছি, সুখের অস্তিত্ব কি অর্থনীতিতে আছে? নেই। তাই আমার মনে হয় না অর্থনীতির ওই সম্পদের সাথে সুখের কোন সম্পর্ক আছে। তবে আমার যে সম্পদ আছে তার সাথে জড়িয়ে আছে আমার জগতের শ্রেষ্ঠ সুখের অনুভব।
ভালবাসা কাকে বলে? আমি জানি না। স্নেহ অথবা মায়া, মমতা কি? আমি বুঝি না। আমি শুধু আমার মাকে জানি। মাকে বুঝি।
মাকে নিয়ে ক্ষুদ্র বৃহৎ যত লেখাই পড়েছি। সবই কিভাবে কিভাবে যেন অসামান্য কিছুর মত লেগেছে। মা শব্দটাই যে অসামান্য।কিন্তু আমি মাকে নিয়ে কিছু লেখার দুঃসাহস কখনো করিনি। ভয়ে। হয় নিজেকে ধরে রাখতে পারব না। নতুবা লিখতে গেলে হয়ত এত লিখতে হবে যে আমার বাকী জীবনই কেটে যাবে।
মাকে খুব মিস করছি। মিস করছি মানে স্বার্থপরতা করছি। আমায় নিয়ে একটু উদ্বিগ্নতা, মাথায় একটু স্নেহের পরশ পেতে অথবা গুটিসুটি হয়ে মায়ের বুকের কাছে শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। এগুলোর অভাববোধ করছি বলেই মাকে মনে পড়ছে।
আমার মনে হয় জগতে সবাই ভালবাসার কাঙাল। ভালবাসা পেলেই সে নিজেকে সুখী মনে করে।
মা জানো? আজকে আমার হাতে আগুনের আচ লেগেছে। কিন্তু তোমার মত কারো অন্তর জ্বালা করছে না। বরফ জল নিয়ে ছুটে আসার কেউ নেই।
তবু আমি শ্রেষ্ঠ সুখী! আমার মা। মহামূল্যবান সম্পদ আমার আছে।
তবে সে দেখলে নিশ্চয় আমার হাতের থেকে মন পোড়ার জ্বালাটা কমে যেত। এমন অসুখী অসুখী লাগত না!!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬