মূল্যায়নের মূল্য যখন ব্যস্ত ট্রেনে,
তোষামোদের তেল বইতে বইতে আমি যখন তেলবাহী ক্লান্ত গাধা!!
হঠাৎ একদিন ইচ্ছে হল তরবারি হাতে চোখ বাধা থেমিস হবার।
যেমনি “পারবনা আমি আর তেল বইতে” এই বলে
সাইক্লোন ফুঁৎকারে ন্যায়ের মোড়কজাত অন্যায়ের খড়কুটো উড়িয়ে দিতে গিয়েছি,
ওমনি, ঘড়ঘড়ানি কাশি উঠল।
খক্কর খক্!!
গগন বিদারী চিৎকারে যখন দূষিত শাসানী রুখতে চেয়েছি,
তখন আওয়াজ বের হল তার ছেড়া বেহালার।
ঘটাং ঘটর!!
আমার ফুসফুস, কন্ঠ…. আমার সাথেই প্রতারণা করল! কি দুর্যোগ!
আওয়াজ পেয়ে,
মানুষ নামের দু'পেয়ে জন্তুগুলো, কিলবিল করে ধেয়ে এল আমার দিকে।
কেউবা বলল, মোলায়েম করে, “এমনটা ত আশা করিনি তোমার থেকে”,
কেউবা আবার অগ্নিরূপে, “দাঁড়াও! পুড়িয়ে করব ছাই..”
কেউবা কসাইরূপে, “আসছে কুরবানী ঈদে, দেব জবাই!”
বেফাঁস শব্দে আমি এখন কোন ঘাসে মুখ লুকাই!
থেমিস হওয়ার বাসনা আর নাই।
তেলবাহী গাধা আমি, তেল বয়ে বেড়াই !!
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩