শান্ত স্রোতের এক নদী,রূপালী জল যেন আয়না।পাড়ের বুড়ো বটের নগ্ন শেকড়টা আমার ময়ূর সিংহাসন।সেদিন বসে ছিলাম প্রিয় জায়গাটায়।
নদীর জলে নিজের ছবি দেখে, এক পৃথিবী বিস্ময় আর গলার কাছে দলা পাকানো কান্না ভর করে!!এ ত পথের ধারে বসা বয়সের ভারে নুয়ে পড়া এক পা হারানো একটা থালার মালিকের থালাতে দশটা টাকা ছুড়ে ফেলতে না পেরে কেএফসি তে গিয়ে চিকেন ফ্রাইয়ে কামড় দেওয়া সেই লোকটা।
ছবি পাল্টায়।মৃদু মৃদু হাসি ভাসে আমার ঠোঁটে।এ ত বসের বিশ্রী, কালোমুখো কুকুর দেখে ভয়ে পাংশু বর্ণ সেই লোকটা।যে কিনা প্রমোশন ছোঁয়ার আশায়, লালা ফেলতে ফেলতে বলেছিল,হেব্বি কিউট এন্ড সুইট ডগ!
একের পর এক ছবি পাল্টাতে থাকে আর আমি নিজেকে চিনে ফেলার ভয়ে চিৎকার করি।আর বলি, না না না না এ আমি নই!!!
নদীর নাম আরশীবতী
যার জলে বিবেক দেখা যায়
প্রতিচ্ছবি দেখি আর কাঁদি
কেঁদে আমি অনুতাপের বৃষ্টি নামাই।
নদীর নাম আরশীবতী
যার জলে বিবেক দেখা যায়
প্রতিচ্ছবি দেখি আর উন্মাদ হাসি,
হেসে হেসে ঘৃণা ঝরাই!!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০