সে এক ভীষণ বিভীষিকার দিন,
এক তীব্র অগ্নুৎপাতের দিন,
কিন্তু
সবাই আনন্দ, হাসি,আড্ডায় মেতে ছিল।
টিভি চ্যানেলের রিপোর্টাররাও আসেনি লাইভ দেখাতে,
আসেনি ফায়ার ব্রিগেডিয়ার বাহিনীও অগ্নুৎপাত কমাতে।
ওহ! সে দিন ছিল যে এক ঈদের দিন।
আর অগ্নুৎপাত ঘটেছিল আমার হৃদপিন্ডে।
চাপা অভিমানের লাভার ফুটন্ত উৎগীরণ নেমেছিল অক্ষিকোটর বেয়ে।
মেঘে টলমলা আকাশ হতে মায়া বৃষ্টি ঝরেছিল সান্ত্বনার সুরে।
ফিরিয়ে দিয়েছি ওদের,কারণ সান্ত্বনা বড় বিস্বাদ লাগে আমার!
স্বপ্নে দেখেছিলাম,
তোমার ঝুল বারান্দা থেকে এক ঝটকা মায়াবী শীতল বাতাস এসে সবকিছু পালটে দিয়ে যাবে।আর সেই শীতলতায় হৃদপিন্ডটা হবে দক্ষিণ মেরুর এক টুকরো বরফ খন্ড।
স্বপ্নভঙ্গের পর,
তুমি আমার কাছে বিষণ্ণতা,অভিমান আর অশ্রুজলের এক পেয়ালা হেমলক ছাড়া কিছু নও। যা কিনা অহর্নিশি ফুটছে আমার গভীর থেকে গভীরে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৬