নেই সে ! ঘর ছেড়েছে বহুদিন,
ভাই ভাই একা একা,
দল দলাদলিতে একা,
একতা একা ঘোরে পথে পথে ।
মানুষের কাছে একতা আশ্রয় খোঁজে,
কদাকার স্বার্থের শাসনে মানুষ চোখ বুজে,
ভুলে গেছে একতার পাঠ,
উদাসীন ভাই বন্ধু পরিবার --
দল দলাদলিতে বিভক্ত –
গণ্ডি কেটে একতাকে দূরে রাখে,
লোকদেখানো একতার আওয়াজ --
প্রহসন বহুদল দেখায় রাস্তাঘাটে ।
নিরুদ্দেশ একতা – তাঁর সন্ধানে
ছুড়ে ফেল স্বার্থপর নেশাগ্রস্থ পোকাটাকে,
ঘরে আনো সবাই মিলে একতাকে,
এক হয়ে একাত্ম হয়ে --
একতাকে হৃদয়ে রাখ পূজার বেদীতে ।
ভুলি নাই ! আমরা সবাই,
সৃষ্টির লগ্নে এক হয়েই ছিলাম --
আদি এক পরমাণুতে ।
একদিন সবার একই ইচ্ছায়,
একতার অপরাজেয় মহাবলে --
হল বিশ্বব্রহ্মাণ্ড প্রকাশিত,
আমরা সবাই এলাম অণু পরমাণুতে
একতাকে একাত্ম করে এই মহাজগতে ।
--------------------------------------------
বি দ্র : কপি রাইট লেখকের ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৯ রাত ১০:৪৮