জালিয়ানওয়ালাবাগের দৈতকে
দেখতে পাও কি –
ক্ষমতা-দৈত্যদের মধ্যে
আজও সে আছে –
তাই নয় কি ?
দৈত্য নানা রং দেয় তাঁর কামনা বাসনাতে,
এই জগতকে সে চায় সম্ভোগে নগ্ন দেখতে ।
নরপশু ইন্দ্রিয় বিষয় আসক্ত
প্রবল আমোদ প্রিয়দের মধ্যে
তাঁর ক্ষমতা লালসা বিকট বীজাণু
সে ছড়িয়ে দেয় সহজেই--
দৈত্যের সেবাইতরা জয়-ধ্বনি দেয় উল্লাসে ।
বহু বাগ বাগিচা আজও সাক্ষী নির্মম লালসার
জাতি ধর্ম নির্বিশেষে সম্ভোগ বলাৎকার হত্যা
বসুন্ধরা মাতার অশ্রু বিলাপে কত শত সন্তান
ভুলিও না কাহাকেও যারা নির্বাক শোকাতুর –
যদি ভোল তবে যেন বিপদ ভয়ংকর --
প্রতিরোধে বোধ বুদ্ধি নিয়ে প্রস্তুত হও ।
মন যখন অন্ধ হয়
তখন ইন্দ্রিয় বিষয় উপভোগই ঘোরস্বপ্নে বাসনায়
ঠিক তক্ষুনি অনুপ্রবেশ সেই ক্ষমতা-দৈত্যর
বিকট বীজাণুর সংক্রমণ হয় সমস্ত চেতনায়।
আজও সে আছে –
তাই নয় কি ?
-------------------------------------
** নিচে জালিয়ানওয়ালাবাগের ছবি ১৩ই এপ্রিল ১৯১৯
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১:০৪