মা হিংসায় মোদের বাড়ে না মান,
তবু রাখি হিংসায় মন কান
তোমায় করি শুধু অপমান।
মা হত্যা রক্তপাতে মোদের হয় না চেতনা -
মা অবোধ মোরা বুঝি না তোমার বেদনা,
মা সন্তান হারিয়ে তুমি কাঁদো-
তবু হিংসা থামে না বলি শত শত !
মা মারণাস্ত্র হয়েছে দেশের গর্ব দেশের বিজ্ঞান,
মা ওতে দেশ পেয়েছে অনেক সম্মান,
নিমেষে দিতে পারে গড়ে মহাশ্মশান ।
বিবাদ দেশভাগ সংঘর্ষে পূর্ণ তোমার পূজার ডালি,
সযত্নে মারণ-বীজপত্র,অর্চনা স্তবে হিংসার শৈলী,
আছে হিংসক-শাস্ত্রজ্ঞানী পুরোহিত,
স্বর্ণপাত্রে রাখা প্রণামী হীরেজহরত ।
ব্রতধারী পরোপজীবীর নৈবেদ্যে থাকে অনেক মারণাস্ত্র,
ভাড়া-খাটে ঢাকিরা যারা দেশে দেশে বেচেকেনে অস্ত্র
দিতে হয় ভিটে মাটি প্রজাদের প্রাণ অস্ত্রযজ্ঞে আহুতি
মা তোমার সন্তান-বলিতে বিজ্ঞান দেশে দেশে ফলবতী
মা তুমি নেই এই বিজ্ঞান তাই করে দাবি
মা আমরা মহাশ্মশানে তোমার দেখা পাব কি ?
_ _______________________________
**আমরা চাই বিজ্ঞানের উন্নতি -- চাইনা যুদ্ধ -- চাই সুরক্ষা( খাদ্য,বস্ত্র,বাসস্থান ও শিক্ষা) - আর শান্তি ।
নিচে মা সারদার ছবি ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৯ রাত ২:২১