গোবৈদ্য দৃঢ়ব্রত মস্তিষ্ক মন ভোতা দীর্ঘকাল,
দেশ গাঁয়ে গোবেড়েন তাগড়াই ক্ষেতোয়াল,
লোভ হিংসা দুর্লক্ষণ জাতপাত নরমেধের গান,
শেষকালে যোগাইল ভূস্বর্গে আলিঙ্গনের বান ।
দেশসেবায় পত্রিকায় পাতাজুড়ে নিজ ছবি বিজ্ঞাপন,
রামচন্দ্র শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ বিবেকানন্দ লজ্জা পান ।
তাতে কি আসে যায় কার ধর্মজ্ঞানে নীতিবোধে,
জুতো মেরে গরু দান প্রবচন আছে ভূভারতে !
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০